চলে গেলেন ক্রীড়াপুরস্কারপ্রাপ্ত সংগঠক মোমিন

বেশি দিন হয়নি ইহলোক ছেড়েছেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক শামসুল বারী। এবার না ফেরার দেশে চলে গেলেন আরেক বর্ষীয়ান সংগঠক মাহমুদ উর রহমান মোমিন। সোমবার দুপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৮৪ বছর বয়সী হকি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিন বছর আগে স্ত্রী হারানো মোমিন ৩ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রয়াত মোমিনের ছেলে ফাহিম রহমান বলেছেন, ‘কিছুদিন আগে পড়ে গিয়ে বাবার ফ্র্যাকচার হয়েছিল। সার্জারির পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এছাড়া ডায়বেটিস ও হৃদরোগের জটিলতাও ছিল।’

মাহমুদ উর রহমান মোমিন ১৯৭২-৮১ পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জড়িয়ে ছিলেন দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারীর সঙ্গে। এক যুগেরও বেশি সময় ক্লাবটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

মোমিন শুধু সংগঠকই ছিলেন না। এর আগে ক্যারিয়ার শুরু করেছিলেন হকি খেলোয়াড় হিসেবে। সেই সময়ে ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান দলের অধিনায়কত্ব করেছেন। পরবর্তীতে আন্তর্জাতিক আম্পায়ারও ছিলেন। ১৯৭৭ সালে পেয়েছেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার।

সোমবার বাদ মাগরিব ওয়ারী ক্লাবে জানাজা শেষে আজিমপুরে কবরস্থানে দাফন হওয়ার কথা রয়েছে তার। মোমিনের মৃত্যুতে হকি ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনও শোক প্রকাশ করেছে।