১৮ গোলে জিতে সাবিনা-কৃষ্ণাদের শিরোপা উল্লাস

আগে থেকেই অনুমিত ছিল, এবারও মেয়েদের ফুটবল লিগে শিরোপা জিততে যাচ্ছে বসুন্ধরা কিংস। হয়েছেও তাই। শেষের দিকে প্রয়োজন ছিল ১ পয়েন্টের। কিন্তু ড্র নয়, জামালপুর কাচারিপাড়া একাদশকে আজ (শনিবার) ১৮-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়েই শিরোপা নিশ্চিত করেছে তারা। ফলে এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত হলো আবু ফয়সালের দলের।

১৩ ম্যাচে ৩৯ পয়েন্ট কিংসের। দ্বিতীয় স্থানে থাকা আতাউর রহমান ক্লাবের এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট।

আজ (শনিবার) ১৮ গোলের মধ্যে কৃষ্ণা রাণী সরকার ৫টি, সাবিনা ৪টি, শামসুন্নাহার ও সানজিদা ৩টি করে গোল করেছেন।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রেফারির শেষের বাঁশি বাজতেই ভিআইপি বক্স থেকে চ্যাম্পিয়ন লেখা ব্যানার ও জার্সি নিয়ে মাঠে প্রবেশ করেন ক্লাব সংশ্লিষ্টরা। ততক্ষণে উল্লাসে মেতে উঠেছে সাবিনারা। তবে ১৯ জুলাই শেষ ম্যাচ জিতেই পুরোপুরি উল্লাস করতে চাইছে মেয়েদের লিগে টানা দ্বিতীয় শিরোপা জেতা দলটি।

শিরোপা নিশ্চিতের পর কিংসের কোচ আবু ফয়সাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ ড্র হলেই চ্যাম্পিয়ন হতাম। কিন্তু আমরা বড় জয়ের জন্য খেলেছি। আমরা প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দিয়েছি। এটা আমাদের স্কোরশিটই প্রমাণ করে। শেষের ম্যাচটিও জিততে চাই। এই ট্রফি জয়ের পেছনে খেলোয়াড়দের অবদান অনেক।’

কিংসের স্ট্রাইকার কৃষ্ণা দলকে আবারও চ্যাম্পিয়ন করতে পেরে খুশি, ‘আমাদের একটা চ্যালেঞ্জ ছিল ক্লাবকে আবারও শিরোপা জেতানো। সেই কাজটি আমরা করতে পেরেছি। এজন্য খুশি।’

মিডফিল্ডার সানজিদা বলেছেন, ‘কিংস আমাদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছে। জাতীয় ফুটবল দলের অনেকেই রয়েছি এই দলে। আমাদের ভালো কিছু করে প্রমাণ দেওয়ার ছিল। সেটাই ম্যাচে দিয়েছি।’