এএফসি কাপের স্বাগতিক হতে পারেনি বাংলাদেশ 

এএফসি কাপে ‘ডি’ গ্রুপের ম্যাচ সিলেটে আয়োজনের জন্য আবেদন করেছিল বসুন্ধরা কিংস। কিন্তু তাতে সায় দেয়নি এশিয়ান ফুটবল কনফেডারেশন। বরং এই গ্রুপের ম্যাচের জন্য স্বাগতিক হয়েছে মালদ্বীপ।

মূলত করোনাভাইরাসের প্রকোপে ‘ডি’ গ্রুপের ম্যাচ যথা সময়ে হতে পারেনি। শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছিল। তখন অবশ্য এর স্বাগতিক ছিল মালদ্বীপ। 
এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাঝিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব ও প্লে-অফ বিজয়ী দল (মালদ্বীপ ঈগলস ও ভারতের বেঙ্গালুরুর মধ্যে বিজয়ী দল)।

এখন মালদ্বীপে ওই গ্রুপের খেলা হবে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে ইন্টার জোনাল সেমিফাইনালে। এর আগে বাংলাদেশ থেকে আবাহনী লিমিটেড প্রথমবারের মতো ইন্টার জোনাল সেমিফাইনালে খেলেছিল।