বাংলাদেশে হচ্ছে না মেয়েদের এশিয়ান কাপ বাছাই

এএফসি এশিয়ান কাপ মেয়েদের ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান হয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে আরও রয়েছে ইরান ও জর্দান। আগামী ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর সিলেটে হওয়ার কথা ছিল এই গ্রুপের খেলা। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ভেন্যু বাতিল করেছে। এখন নিরপেক্ষ ভেন্যুতে হবে এই গ্রুপের খেলা।

ফিফা কাউন্সিল ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেছেন, ‘করোনার কারণে ইরান ও জর্দান বাংলাদেশে আসতে রাজি হয়নি। তাই বাংলাদেশে হচ্ছে না গ্রুপ পর্ব।’

বাছাই পর্বের ভেন্যু নিয়ে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা গ্রুপ পর্বের খেলার জন্য স্বাগতিক ছিলাম। সিলেটে হওয়ার কথা ছিল। কিন্তু এখন এএফসি থেকে জানানো হয়েছে সিলেটে খেলা হবে না। করোনার কারণে বাতিল হয়েছে। গতকালই (শুক্রবার) এই খবর জানতে পেরেছি।’

নিজেদের মাঠে খেলতে না পেরে কোচ একটু হতাশ, ‘নিজেদের মাঠে খেলা হলে মেয়েরা আরও উজ্জীবিত হয়ে খেলার সুযোগ পেতো। দর্শক উপস্থিতি থাকতো। এখন তো তা হচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করবো ভালো করতে।’

এশিয়ান কাপ বাছাইয়ে ২৮ দল ৮ গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বে। আগামী সেপ্টেম্বরে হবে বাছাই পর্ব। মূল পর্ব আগামী জানুয়ারিতে ভারতে হবে। সেখানে গত আসরের চ্যাম্পিয়ন জাপান, রানার্স-আপ অস্ট্রেলিয়া, তৃতীয় স্থান পাওয়া চীন ও স্বাগতিক ভারত খেলবে সরাসরি।