অলিম্পিক ফুটবল

মিসরকে হারিয়ে টিকে থাকলো আর্জেন্টিনা

টোকিও অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার শুরুটা মোটেও ভালো হয়নি। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারতে হয়েছে। ‘সি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে মিসরের বিপক্ষে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে লাতিন আমেরিকার দেশটি। ১-০ গোলের জয়ে অলিম্পিক ফুটবলে টিকে থাকার সঙ্গে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ফার্নান্দো বাতিস্তার দল।

সাপ্পোরো ডোম স্টেডিয়ামে মিসর ৫-৪-১ ছকে খেলেছে। অন্যদিকে আর্জেন্টিনা ৪-৫-১ ছকে খেলে বল দখলে এগিয়ে ছিল।

চতুর্থ মিনিটে আর্জেন্টিনা প্রথম সুযোগ পায়। বক্সের বাইরে থেকে নেওয়া আদোলফো গেইচের ডান পায়ের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসলে গোল পাওয়া হয়নি। পরের মিনিটে পেদ্রো দি লা ভেগার শট প্রতিহত হয়। মিসরও আক্রমণ করার চেষ্টা করেছে। ১৩ মিনিটে রামাদান সোবিহর বক্সের প্রান্ত থেকে নেওয়া শট প্রতিহত হয়। চার মিনিট পর আহমেদে ইয়াসিরের ডান পায়ের শট লক্ষ্যে যায়নি।

প্রথমার্ধের শেষের দিকে আদোলফোর শট থেকে গোল পায়নি আর্জেন্টিনা। তার নেওয়া শট প্রতিহত হয়েছে।

বিরতির পর গোল পেতে দেরি হয়নি আর্জেন্টিনার। ৫২ মিনিটে এগিয়ে যায় তারা। ফাকুন্দো মেদিনা বক্সের প্রান্ত থেকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান।

মিসর ৬২ মিনিটে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। তাহের মুহাম্মদের শট পোস্টের বাইরে দিয়ে যায়। শেষ পর্যন্ত ১-০ স্কোরলাইন রেখে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

দুই ম্যাচে আর্জেন্টিনা ৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে। অন্যদিকে সমান খেলায় ১ পয়েন্ট নিয়ে মিসরের জন্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পথ কঠিন হয়ে পড়লো।