বসুন্ধরা কিংসে ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের ঝলক

আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হারতে হয়েছিল বসুন্ধরা কিংসকে। তবে বুধবারই ঘুরে দাঁড়িয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। দুই ব্রাজিলিয়ান রবিনিয়ো ও ফের্নান্দেস এবং আর্জেন্টাইন বেসেরার নৈপুণ্যে কিংস ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চক্রকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের ২০ মিনিটে রবিনিয়োর গোলে এগিয়ে যায় অস্কার ব্রুজনের দল। এ নিয়ে লিগে ১৮ গোল করে এককভাবে শীর্ষে আছেন রবিনিয়ো। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে, অর্থাৎ ৫৫ মিনিটে বেসেরার গোলে ব্যবধান হয় দ্বিগুণ। আর ৭৮ মিনিটে ফের্নান্দেস তৃতীয় গোল করে লাল জার্সিধারীদের ছিটকে দেন।

দিনের অন্য ম্যাচে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে।

৩৪ মিনিটে ওবি মোনেকে দলকে এগিয়ে নেন। বিরতির পর অবশ্য তাদের গোল পেতে সময় লেগেছে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে, অর্থাৎ ৮০ মিনিটে সিওভুস আসরোরভ দ্বিতীয় গোলের দেখা পান। আর যোগ করা সময়ের শেষ দিকে এসে বখতিয়ার দুইশবেকভের জাল খুঁজে নিয়ে দলের বড় জয়ে ভূমিকা রাখেন।

১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে কিংস। এক ম্যাচ কম খেলা মুক্তিযোদ্ধা সংসদ ১৪ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলে।

এদিকে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে শেখ রাসেলের। এক ম্যাচ কম খেলা আরামবাগ ৫ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।