এএফসি কাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। এই গ্রুপে আরও আছে ভারতের এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাঝিয়া স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাব। এছাড়া প্লে অফ থেকে ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলসের মধ্যে একটি দল তাদের সঙ্গে যোগ দেবে।
প্লে-অফ ও গ্রুপ পর্ব হবে মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে। আগামী ১৫ থেকে ২৪ আগস্টের মধ্যে। বাংলাদেশের বসুন্ধরা কিংস ২৪ আগস্ট ভারতের এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে। এর আগে ১৮ আগস্ট স্বাগতিকদের মাঝিয়া স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাব এবং ২১ আগস্ট প্লে-অফ বিজয়ীর সঙ্গে খেলবে অস্কার ব্রুজনের দল।
এএফসি কাপের গ্রুপ পর্ব খেলতে আগেভাগেই মালদ্বীপ যাওয়ার কথা রয়েছে বসুন্ধরার। বর্তমানে দলটি প্রিমিয়ার লিগে এককভাবে শীর্ষে আছে।