এগিয়ে গিয়েও পয়েন্ট হারালো মোহামেডান

সাইফ স্পোর্টং থেকে মোহামেডানে খেলতে এসেছেন জাফর ইকবাল। এরই মধ্যে একাধিক ম্যাচ খেললেও গোলের দেখা পাচ্ছিলেন না। বাংলাদেশ পুলিশের বিপক্ষে সাদা-কালো জার্সি গায়ে প্রথম গোল পেলেন। কিন্তু তাতেও মোহামেডান ৩ পয়েন্ট নিতে পারেনি। প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি লেগে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করতে হয়েছে তাদের।

প্রথম লেগে অবশ্য পুলিশ এফসির বিপক্ষে জিতেছিল মোহামেডান। জাপানি মিডফিল্ডার উরু নাগাতার গোলে ৩ পয়েন্ট নিশ্চিত হয়েছিল। এবার নাগাতা ছিলেন না, মোহামেডানও জিততে পারেনি।

আজ (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। শাহেদ হোসেন মিয়ার পাসে জাফর ইকবাল লক্ষ্যভেদ করে মোহামেডানকে এগিয়ে নেন।

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত মোহামেডান জয়ের সুবাস পাচ্ছিল। কিন্তু পরের মিনিটে পুলিশ এফসি ম্যাচে সমতা ফেরায়। আইভরি কোস্টের ক্রিস রেমি গোল করে দলের হার এড়ান।

লিগে ১৯ ম্যাচে ষষ্ঠ ড্র করা মোহামেডান ৩৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। এক ম্যাচ কম খেলা পুলিশ এফসি ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।