রোমেরোকে বার্সেলোনায় চেয়েছিলেন মেসি

বার্সেলোনা ছেড়ে চলে গেছেন লিওনেল মেসি। নতুন ঠিকানা গড়েছেন প্যারিসে। আশৈশবের ক্লাব ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে নতুন মিশনে নামার অপেক্ষায় থাকা ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর ন্যু ক্যাম্পে থাকার পূর্ণ ইচ্ছা ছিল। কিন্তু লা লিগার নিয়মের জটিলতায় সম্ভব হয়নি। শুধু নিজের থাকা নয়, বার্সেলোনায় আর্জেন্টাইন সতীর্থ ক্রিস্তিয়ান ‍রোমেরোকেও আনতে চেয়েছিলেন মেসি। এতদিনে আর্জেন্টাইন ডিফেন্ডার নিজেই জানিয়েছেন বিষয়টি।

গত জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় মেসির। এরপর ছিল অপেক্ষা, কবে কাতালানদের সঙ্গে নতুন চুক্তি করবেন। সব যখন ঠিকঠাক মনে হচ্ছিল, তখনই আবার গুঞ্জন ছড়ায় আর্জেন্টাইন ফরোয়ার্ড থাকছেন না ন্যু ক্যাম্পে। সে সময় মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছিল, মেসির নতুন চুক্তি করতে না চাওয়ার অন্যতম কারণ রোমেরোকে না পাওয়া। আর্জেন্টাইন সতীর্থকে তিনি ‍ন্যু ক্যাম্পে চাইলেও কাতালান ক্লাবটি আনতে পারেনি।

এতদিন পর এসে গুঞ্জনের সত্যতা মিললো। আতালান্তা থেকে ‍টটেনহামে নাম লেখানো এই ডিফেন্ডার জানিয়েছেন, মেসি তাকে বার্সেলোনায় চেয়েছিলেন। ‍এক সংবাদমাধ্যমকে ২৩ বছর বয়সী তরুণ বলেছেন, ‘বিষয়টা হলো মেসি আমাকে তার দলে চেয়েছিল। আর এই কারণেই সে বার্সেলোনায় আনতে চেয়েছিল আমাকে।’

মেসি বার্সেলোনায় থাকেননি, রোমেরোরও আসা হয়নি। তবে জাতীয় দল সতীর্থের নতুন অধ্যায়ে ঠিকই শুভকামনা জানিয়েছেন এই ডিফেন্ডার, ‘পিএসজি দলটা যেভাবে গড়া হয়েছে, সত্যি মাথা খারাপ অবস্থা। লিও যেভাবে বার্সেলোনা ছেড়েছে, তাতে করে আমি কিছুটা হতাশ। ভেবেছিলাম সে সারাজীবন ওখানেই থাকবে। তাকে আমি শুভকামনা জানাচ্ছি। সে অসাধারণ মানুষ, আশা করছি অন্য আর্জেন্টাইনদের সঙ্গে মিলে (পিএসজিতে) সবকিছু জিতবে।’