কেন বাড়তি ৯ খেলোয়াড় যোগ করলো ব্রাজিল

করোনাভাইরাস সংক্রমণে ব্রাজিলে মৃত্যুর মিছিল চলছেই। ইউরোপের বেশ কয়েকটি দেশ তাই লাতিন আমেরিকার দেশটিকে রেখেছে ‘লাল তালিকায়’। সেলেসাওদের অনেক খেলোয়াড় ইউরোপে খেলেন। ফলে সামনের বিশ্বকাপ বাছাইয়ে খেলোয়াড় হারানোর শঙ্কা জেঁকে বসেছে ব্রাজিল ক্যাম্পে। এই ঝক্কি সামলাতে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড বড় করেছেন কোচ তিতে।

সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে বাড়তি ৯ খেলোয়াড় যোগ করেছে ব্রাজিল। আগের ২৫ জনের সঙ্গে এখন ৯ খেলোয়াড় যোগ হওয়ায় স্কোয়াড হয়েছে ৩৪ সদস্যের।

ইংল্যান্ড ও স্পেনের লিগে খেলা ফুটবলারদের হারাতে পারে ব্রাজিল। ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস শঙ্কায় ‘লাল তালিকায়’ থাকা দেশে ক্লাবগুলো তাদের খেলোয়াড় ছাড়বে না। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষও সর্তকবার্তা পাঠিয়ে রেখেছে। তাই প্রিমিয়ার লিগ ও লা লিগায় পারফর্ম করা ব্রাজিলিয়ানদের নাও পেতে পারেন কোচ তিতে।

সামনের বিশ্বকাপ বাছাইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তিনটি ম্যাচ, যার মধ্যে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়াইও। গুরুত্বপূর্ণ এই মিশনের আগে তাই খেলোয়াড়ের ‘অভাব’ পূরণে ৯ জনকে যোগ করেছে ব্রাজিল।

তিতে তার দলে ডেকেছেন হাল্ক, ভিনিসিয়ুস জুনিয়র ও মিরান্দাকে। অন্যদিকে প্রথমবার সুযোগ পেয়েছেন মিডফিল্ডার এদেনিলসন ও মাথিয়াস নুনেস। একই সঙ্গে যুক্ত হয়েছেন আতলেতিকো মিনেইরো গোলকিপার এভারসন। অন্যরা হলেন গোলকিপার সান্তোস, মিডফিল্ডার জারসন ও ফরোয়ার্ড মালকম।

নতুন যুক্ত হলেন যারা:

গোলকিপার: এভারসন, সান্তোস; ডিফেন্ডার: মিরান্দা; মিডফিল্ডার: এদেনিলসন, জারসন, মাথিয়াস নুনেস; ফরোয়ার্ড: হাল্ক, মালকম, ভিনিসিয়ুস জুনিয়র।

আগের ২৫ জনের স্কোয়াড:

গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভের্তন; ডিফেন্ডার: মারকিনুস, থিয়গো সিলভা, এদের মিলিতাও, লুকাস ভেরিসিমো, আলেক্স সান্দ্রো, দানিলো, দানি আলভেস, গুইহেরমে আরানা; মিডফিল্ডার: কাসেমিরো, ফ্রেদ, লুকাস পাকিতা, ক্লাউদিনিয়ো, ব্রুনো গুইমারেস, এভারতন রিবেইরো, ফাবিনিয়ো; ফরোয়ার্ড: নেইমার, গাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, মাথিয়াস কুনহা, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, রাফিনহা।