২ লাখ ডলারের রিলিজ ক্লজের সেই ডিফেন্ডার এখন ‘মুক্ত’

তিন বছর আগে উদীয়মান ইয়াছিন আরাফাতের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি হয়েছিল সাইফ স্পোর্টিংয়ের। রিলিজ ক্লজও ধরা হয়েছিল আকাশচুম্বী, ২ লাখ ডলার! সেই সময় অনেক ক্লাবই শুধু এই উচ্চ মূল্যের রিলিজ ক্লজের কারণে ইয়াছিনের দিকে হাত বাড়াতে পারেনি। তবে এখন এই ডিফেন্ডার মুক্ত। সাইফের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। এরই সঙ্গে রিলিজ ক্লজের মেয়াদও শেষ। আসছে মৌসুমে তাই বসুন্ধরা কিংস কিংবা শেখ রাসেলে আগের চেয়ে ভালো পারিশ্রমিকে নাম লেখাতে যাচ্ছেন জাতীয় দলের এই লেফট ব্যাক।

সেই সময় ২ লাখ ডলার রিলিজ ক্লজে সাইফের সঙ্গে চুক্তি করে হইচই ফেলে দিয়েছিলেন ইয়াছিন। তৃতীয় বিভাগ থেকে সরাসরি প্রিমিয়ার ফুটবল লিগে অভিষেক হয় সাইফ স্পোর্টিংয়ের জার্সিতে। এরপর তো জেমি ডের জাতীয় দলেও খেলে আসছেন।

সাইফর সঙ্গে চুক্তি নিয়ে ইয়াছিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার সঙ্গে সাইফের সব ধরনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এই ক্লাবে আর থাকছি না। নতুন ক্লাবে যোগ দেবো। তবে এখনই নাম বলতে চাই না। কয়েকদিনের মধ্যে সবকিছু ক্লিয়ার হবে।’

ইয়াছিন ২০১৭ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে খেলেছেন। তার নেতৃত্বে কাতারকে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া ২০১৫ সালে অনূর্ধ্ব-১২ ও ২০১৬ সালে অনূর্ধ্ব-১৪ দলের হয়ে মালয়েশিয়াতে মক কাপ জেতার রেকর্ড আছে। এছাড়া অনূর্ধ্ব-২৩ দলের হয়েও খেলেছেন নারায়ণগঞ্জ থেকে উঠে আসা এই ডিফেন্ডার।