কিংসের ত্রাতা এক ব্রাজিলিয়ান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বে শেখ রাসেলের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল বসুন্ধরা কিংস। তবে ফিরতি পর্বে এসে জিততে কষ্ট করতে হয়েছে অস্কার ব্রুজনের দলকে। ব্রাজিলিয়ান রবিনিয়োর একমাত্র গোলে বসুন্ধরা ১-০ ব্যবধানে হারিয়েছে সাইফুল বারী টিটুর দলকে।

২৩ ম্যাচে ২১ জয়ে ৬৪ পয়েন্ট পেয়েছে কিংস। ২৪ ম্যাচে ১০ হারে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করলো শেখ রাসেল। আগামী ২০ সেপ্টেম্বর আবাহনী লিমিটেডের বিপক্ষে লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে কিংস।

আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাল্টাপাল্টি আক্রমণনির্ভর ম্যাচ হয়েছে। কিংস তিন বিদেশি নিয়ে খেললেও শেখ রাসেল শুধু স্থানীয়দের ওপর ভরসা করে খেলেছে।

তবে বসুন্ধরাকে গোল পেতে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। ম্যাচ ঘড়ির ৭৯ মিনিটে একমাত্র গোলটি এসেছে। মতিন মিয়াকে ফেলে দেন শেখ রাসেলের এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে রবিনিয়ো লক্ষ্যভেদ করে দলের ৩ পয়েন্ট নিশ্চিত করেন। ২০ গোল করে লিগে এককভাবে শীর্ষে এই ব্রাজিলিয়ান।