‘আজ কোনও কথা নয়’, জাতীয় দল প্রসঙ্গে ব্রুজন

জাতীয় দলের নতুন কোচ হয়েছেন অস্কার ব্রুজন। তবে এখন পরযন্ত কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের হয়ে তার মিশন শেষ। শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তপু-সুফিলরা। ম্যাচ শেষে সংবাদকর্মীদের অপেক্ষায় রাখলেন ব্রুজন। ইঙ্গিত দিলেন আগামীকাল (মঙ্গলবার) কথা বলার।

আজ (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে স্প্যানিশ কোচ বলেছেন, ‘আজকের দিনটির জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। যেকোনও ক্লাব কোচের জন্যই লিগ শিরোপা অনেক বড় অর্জন। এই ট্রফিটা আমি উপভোগ করতে চাই। জাতীয় দল নিয়ে আজ কোনও কথা হবে না। এটা একটা নতুন চ্যালেঞ্জ হবে। নিশ্চয় এটা নিয়ে কাল কথা হবে।’

২৪ ম্যাচে ২১ জয়, দুই ড্র ও এক হার নিয়ে লিগ শেষ করেছে কিংস। দলের পারফরম্যান্সে ‍খুশি ব্রুজন। প্রশংসা করলেন আবাহনীরও, ‘পুরো মৌসুমেই আবাহনী কঠিন প্রতিপক্ষ ছিল। (আজকের ম্যাচে) প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েছিলাম। তবে ফিরে এসে আমরা গোলের জন্য অলআউট ফুটবল খেলেছি। কিন্তু পারিনি। কারণ আবাহনী খুব ভালো দল।’

সদ্য শেষ হওয়া লিগে প্রবাসী ফুটবলার কাজী তারিক রায়হান ও ওবায়দুর রহমান নবাবের খেলা আলাদা নজর কেড়েছে ব্রুজনের। ৪৪ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘তারিক কাজী অসাধারণ প্রাপ্তি। খুবই কার্যকর একজন লেফট ব্যাক। দেশেরও অনেকে আছে। এছাড়া কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাবও অনেক ভালো। সে সামনের মৌসুমে আরও ভালো ফুটবল খেলবে।’