বাবরের রেকর্ডের ধারেকাছেও নেই কোহলি

টি-টোয়েন্টি ক্রিকেটে রানের কথা তুললে সবার আগে আসবে ক্রিস গেইলের নাম। সর্বোচ্চ রানের মালিক বলে কথা। ‘রানমেশিন’ বিরাট কোহলিকেও টানতে হবে আপনাকে। এতদিন এই দুই ব্যাটসম্যানই দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডে এক ও দুই নম্বর জায়গা দখলে রেখেছিলেন। তবে কুড়ি ওভারের ক্রিকেটে বাবর আজমের রান ‘ক্ষুধা’য় ম্লান তারা। টি-টোয়েন্টিতে ৭ হাজার ক্লাবে সবচেয়ে দ্রুততম এখন পাকিস্তানি অধিনায়ক। এতটাই দ্রুত যে, তার ধারেকাছেও নেই কোহলি!

এতদিন এই মাইলফলকে সবচেয়ে কম ইনিংস খেলে পৌঁছেছিলেন গেইল। ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটসম্যানের ১৯২ ইনিংস লেগেছিল ৭ হাজার রান করতে। আর কোহলির লেগেছিল ২১২ ইনিংস। সেই জায়গায় বাবর পৌঁছেছেন ১৮৭ ইনিংসে। অর্থাৎ, গেইলের সঙ্গে ৫ ইনিংসের ব্যবধান হলেও কোহলির সঙ্গে পার্থক্যটা ২৫ ইনিংসের। ভারতীয় অধিনায়ক রানের অসংখ্য রেকর্ডের জন্ম দিলেও টি-টোয়েন্টিতে রান তোলার হিসাবে অনেক পিছিয়ে পাকিস্তানি অধিনায়ক থেকে।

আজ (সোমবার) পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের ৭ উইকেটের জয়ের পথে বাবর খেলেন ৫৯ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথেই পাকিস্তান ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। একই সঙ্গে টপকে যান গেইলকে। ফলে তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে কোহলিকে।

টি-টোয়েন্টির ৩০তম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের ক্লাবে যোগ দিলেন বাবর। শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের পর তৃতীয় পাকিস্তানি হলেও ইংনিস সংখ্যায় বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান এখন তিনিই।