বিওএতে বাফুফের প্রতিনিধি কাজী নাবিল

আগামী ১১ ডিসেম্বর হতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। বিওএ ভবনে বার্ষিক সাধারণ সভার পাশাপাশি কাউন্সিলররা আগামী চার বছরের জন্য নির্বাহী কমিটি নির্ধারণ করবেন। সেই নির্বাচনে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে কাউন্সিলর বা প্রতিনিধি হয়েছেন দুজন- বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এবং আরেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি।

কাউন্সিলর নির্ধারণ নিয়ে আজ (মঙ্গলবার) বাফুফের জরুরি সভা হয়েছে। সভা শেষে সিনিয়র-সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিওএতে নাম পাঠানোর জন্য আজকের সভাতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। দুজন হলেন- কাজী নাবিল আহমেদ ও মহিউদ্দিন আহমেদ মহি। এই দুজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করবেন।’

আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আগেও বিওএতে কাউন্সিলর হয়েছেন। এবার দ্বিতীয়বারের মতো অলিম্পিকে বাফুফের প্রতিনিধি হয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমি আগেও ২০১২ সালে কাউন্সিলর হয়েছিলাম। ভোটও দিয়েছিলাম। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর হলাম।’

বিওএ নির্বাচনে নিজের অংশগ্রহণ নিয়ে বাফুফের এই কর্তা বলেছেন, ‘সেটা নির্ভর করবে ওখানে যারা নেতৃত্ববৃন্দ আছেন, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে। তারা যদি চান তাহলে আমি চিন্তা করে দেখবো।’