রোনালদোদের কোচ ছাঁটাই, আলোচনায় মেসি-নেইমারদের কোচ

নতুন আশা দেখিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। যদিও পারেননি। ব্যর্থতা সঙ্গী করে সেই একই পরিণতি। প্রধান কোচের পদ থেকে ছাঁটাই হয়েছেন ওলে গানার সুলশার। ২০১৮ সালে কোচ হিসেবে ওল্ড ট্র্যাফের্ডে ফিরলেও ভ্রমণটা সুখকর হলো না তার। বাজে পারফরম্যান্সে ক্রিস্তিয়ানো রোনালদোদের কোচ হয়ে আর থাকা হলো না। এই নরওয়েজিয়ানের জায়গায় কোচ হিসেবে প্যারিস সেন্ত জার্মেইয়ের কোচ মাউরিসিও পোচেত্তিনোর নাম উচ্চারিত হচ্ছে সবচেয়ে বেশি।

এবারের মৌসুমে ইউনাইটেডের অবস্থা মোটেও ভালো যাচ্ছে। সবশেষ শনিবার ওয়াটফোর্ডের মাঠ থেকে ৪-১ গোলে হেরে এসেছে রেড ডেভিলরা। এই ফলের পর রবিবার সুলশারকে বরখাস্ত করেছে ইউনাইটেড।

তার চাকরি হারানোর আগ থেকেই জিনেদিন জিদানের ওল্ড ট্র্যাফোর্ডের দায়িত্ব নেওয়ার গুঞ্জন উড়ছিল। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পোচেত্তিনোকে নিয়ে। আর্জেন্টাইন এই কোচ এখন কাজ করছেন লিওনেল মেসি-নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের কোচ হিসেবে। বিশ্বের অন্যতম সেরা স্কোয়াড নিয়ে কাজ করলেও ইউনাইটেড থেকে প্রস্তাব পেলে নাকি পিএসজি ছেড়ে চলে আসবেন পোচেত্তিনো!

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবর, এখনই কিংবা ২০২১-২২ মৌসুম শেষে পিএসজি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে প্রস্তুত আছেন পোচেত্তিনো। আর্জেন্টাইন কোচ নাকি প্যারিসে সুখে নেই। সবচেয়ে বড় কারণ হলো, তার পরিবার এখনও লন্ডনের বসবাস করছে। তিনি থাকছেন প্যারিসের হোটেলে। পরিবারের কাছে থাকতে, বিশেষ করে ইংল্যান্ডে লম্বা সময় থাকার কারণে ইউনাইটেডে ফেরার ইচ্ছা পোচেত্তিনোর।

এদিকে ব্রিটিশ আরেক সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়ে মেসিদের বর্তমান কোচ। পোচেত্তিনো নাকি এখনই দায়িত্ব নিতে আগ্রহী রোনালদোদের। অবশ্য ইউনাইটেড থেকে এখনও কোনও প্রস্তাব তার কাছে যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

২০১৩ সালে সাউদাম্পটনের কোচ হয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন পোচেত্তিনো। এক বছর সেখানে থেকে ২০১৪ সালে দায়িত্ব নেন টটেনহামের। স্পারদের সঙ্গে পাঁচ বছর কাটিয়ে এ বছরই যোগ দিয়েছেন পিএসজিতে।