ব্রাজিলিয়ান মিডফিল্ডারের নৈপুণ্যে আবাহনীর জয়

২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলেছেন কোস্টারিকার দানিয়েল কলিনদ্রেস। বসুন্ধরা কিংস হয়ে এবার আবাহনী লিমিটেডের জার্সিতে মাঠে নেমেছেন। স্বাধীনতা দিবস ফুটবলের প্রথম ম্যাচেই ঝলক দেখিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। তবে পোস্ট বাধা হয়ে দাঁড়ানোয় গোল পাওয়া হয়নি। তাতে অবশ্য আটকে থাকেনি আবাহনী। মেহেদী হাসানের পর ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তোর লক্ষ্যভেদে ২-১ গোলে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি হারিয়েছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘকে।

আজ (সোমবার) বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে শুরুতে স্বাধীনতা ক্রীড়া সংঘ মুন্সিয়ানা দেখানোর চেষ্টা করে। তাদের বিদেশি খেলোয়াড়দের মানও ভালো। প্রথম আক্রমণও তাদের।

ম্যাচ ঘড়ির ১০ মিনিটে সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি নবাগত দলটি। মাঝমাঠ থেকে উজবেকিস্তানের নদিরবেগ মাভলোনভের থ্রু থেকে বসনিয়ার নেদো তুর্কোভিচ রানিংয়ে ইরানিয়ান ডিফেন্ডার মিলাদ শেখ সোলায়মানিকে ছিটকে দেন, কিন্তু গোলকিপারের ওপর দিয়ে মারলেও তা পোস্টে লেগে ফিরে আসে।

৬ মিনিট পর নেদো তুর্কোভিচের শট পোস্টের বাইরে দিয়ে গেলে গোল বঞ্চিত থাকতে হয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘকে।

আবাহনী একটু গুছিয়ে নিয়ে ম্যাচের লাগাম নিজেদের কাছে নিয়ে নেয়। বিশেষ করে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তোকে দেখা গেছে প্লে-মেকারের ভূমিকায়। গোল করার পাশাপাশি দলকে খেলিয়েছেনও। কোস্টারিকার কলিনদ্রেসের শুরুতে একটু জড়তা থাকলেও সময় গড়াতেই জ্বলে উঠেছেন।

২৯ মিনিটে আবাহনী প্রথম এগিয়ে যায়। নুরুল নাইম ফয়সালের বাঁ প্রান্তের ক্রসে এক ডিফেন্ডারের মাথা ছুঁইয়ে শূন্যে থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা থেকে আসা স্ট্রাইকার মেহেদী হাসান হেডে জাল কাঁপান।

৪৫ মিনিটে ইমন মাহমুদের ক্রসে ইরানের মিলাদ শেখের হেড গোলকিপার রাজু আহমেদ প্রতিহত করে দলকে ম্যাচে রাখেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে কলিনদ্রেসের ডান পায়ের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে সমর্থকদের হতাশ হতে হয়।

বিরতির পর আবাহনীর দাপট চলতে থাকে। ৫৪ মিনিটে মেহেদীর ক্রসে ইমন মাহমুদের হেড এক ডিফেন্ডার ক্লিয়ার করেন। ৬৮ মিনিটে চোট কাটিয়ে প্রায় ১০ মাস পর মাঠে নামেন নাবীব নেওয়াজ জীবন। এর ৫ মিনিট পর কলিনদ্রেসের শট এক ডিফেন্ডারের মাথায় লাগায় লক্ষ্যে যেতে পারেনি।

৭৪ মিনিটে অগাস্তো লক্ষ্যভেদ করেন। বক্সের বাইরে থেকে এই ব্রাজিলিয়ানের ডান পায়ের বাঁকানো নিচু শটে ব্যবধান দ্বিগুণ হয় আবাহনীর।

৮৮ মিনিটে রাকিব হোসেনের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে বড় ব্যবধানে জেতা হয়নি আকাশি-নীল জার্সিধারীদের। বরং শেষ মুহূর্তে ব্যবধান কমিয়ে আনে স্বাধীনতা ক্রীড়া সংঘ। যোগ করা সময়ের প্রথম মিনিটে উজবেকিস্তানের নদিরবেগ মাভলনোভের জোরালো সাইড ভলি ক্রসবারে লেগে জালে জড়ালে স্কোরলাইন ২-১ হয়।