করোনা: সেরে উঠতে এত সময় লাগবে মেসি নিজেও ভাবেননি

লিওনেল মেসি করোনামুক্ত হয়ে গেছেন। কিন্তু পুরোপুরি সুস্থতার কথা ভাবলে প্রত্যাশার চেয়েও বেশি সময় লাগছে তার। যে কারণে শনিবার প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)-ব্রেস্টের মধ্যকার ম্যাচেও তার থাকা হচ্ছে না। 

করোনা থেকে সেরে উঠতে এত সময় লাগতে পারে, সেটা মেসি নিজেও ভাবেননি। ইনস্ট্রাগ্রামে সে কথা এভাবেই জানালেন তিনি, ‘শুভ অপরাহ্ন! সকলে জানেন যে আমার কোভিড হয়েছিল। আপনারা যে পরিমাণ ম্যাসেজ দিয়েছেন তার জন্য ধন্যবাদ। পাশাপাশি আপনাদের এটাও জানাতে চাই, ভালো হতে যেমনটা ভেবেছিলাম, তার চেয়েও বেশি সময় নিচ্ছে। আমি প্রায় সেরে উঠেছি। এখন দ্রুতই মাঠে ফিরতে মুখিয়ে আছি।’

সেই ২২ ডিসেম্বর থেকে প্রতিযোগিতামূলক ফুটবলে নেই মেসি। নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় আর্জেন্টাইন তারকাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। অনুশীলন করছেন প্যারিসে। আশা প্রকাশ করে মেসি আরও বলেছেন, ‘শতভাগ ফিটনেস পেতে ইদানীং অনুশীলনও শুরু করে দিয়েছি। এই বছরে অনেক চ্যালেঞ্জ আছে সামনে। আশা করছি, খুব শিগগিরই হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।’  

মেসির সুস্থতা নিয়ে পিএসজি বিবৃতিতে বলেছে, আগামী সপ্তাহেই হয়তো দলে দেখা যাবে তাকে, ‘মেডিক্যাল ও পারফরম্যান্স স্টাফদের সঙ্গে মেসি কাজ করে যাচ্ছেন। আশা করা যাচ্ছে, হয়তো উন্নতির ভিত্তিতে আগামী সপ্তাহেই সে দলে ফিরবে।’

পিএসজি আরও জানিয়েছে, নভেম্বরে গোড়ালিতে চোট পাওয়া নেইমারও শনিবারের ম্যাচ খেলতে পারবেন না। পুরো ফিটনেস ফিরে পেতে ব্রাজিলিয়ান তারকা এখনও কাজ করে যাচ্ছেন।