অভিষেকে জাদু দেখালেন কৌতিনিয়ো

অ্যাস্টন ভিলায় অভিষেকটা স্মরণীয় করে রাখলেন ফিলিপে কৌতিনিয়ো। প্রিমিয়ার লিগে শেষ দিকে করেছেন সমতাসূচক গোল। তার জাদুতে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-২ গোলে রুখে দিয়েছে স্টিভেন জেরার্ডের দল।

ক্রিস্টিয়ানো রোনালদো না থাকার পরেও ম্যানইউ এগিয়ে যায় ষষ্ঠ মিনিটে। অবশ্য এই গোলের জন্য দায়ী ছিলেন অ্যাস্টন ভিলার গোলকিপার। বল ঠিকমতো ধরতে না পারাতে সেটি জড়ায় জালে। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করে তারা। অবশ্য তখনও ম্যানইউ বুঝতে পারেনি কী রোমাঞ্চ অপেক্ষা করছে ম্যাচে।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাঠে নামেন বার্সা থেকে ধারে খেলতে আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়ো। তার মাঠে নামার পর পর দৃশ্যপট পাল্টায় ম্যাচের। বলতে গেলে তিনি ছিলেন প্রভাবক। তার প্রভাবে চলে আসে ভিলার প্রথম গোলটিও। ৭৭ মিনিটে জাল কাঁপান রামসে। ৮১ মিনিটে এই রামসের দেওয়া পাসে সমতা ফেরান কৌতিনিয়ো। এই ড্রয়ে ২০ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে ম্যানইউ। অ্যাস্টন ভিলা ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে উঠে গেছে ১৩তম স্থানে।

অপর দিকে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরও সুসংহত করেছে ম্যানচেস্টার সিটি। চেলসিকে হারিয়েছে ১-০ গোলে। সাবেক চেলসি তারকা কেভিন ডি ব্রুইনাই একমাত্র জয়সূচক গোলটি করেছেন ৭০ মিনিটে। দ্বিতীয়ার্ধে চেলসিরও গোলের সুযোগ এসেছিল। কিন্তু রোমেলু লুকাকুর নেওয়া শট সেভ করেছেন এদেরসন।

তবে জয়টা সিটিরই প্রাপ্য ছিল। বল দখল থেকে শুরু করে লক্ষ্যে শট; সব দিকেই ছিল সিটির আধিপত্য। এই জয়ের পর ২২ ম্যাচে সিটির সংগ্রহ ৫৬ পয়েন্ট। সমান ম্যাচে চেলসি ৪৩ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে।