আগের তারিখেই শুরু প্রিমিয়ার লিগ

আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ায় দুটি ফিফা প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশের। করোনার টিকা না নেওয়ায় শেষ মুহূর্তে সেটি বাতিল করতে হয়েছে। পরে শোনা যাচ্ছিল, ফাঁকা সময় থাকায় প্রিমিয়ার ফুটবল লিগ এগিয়ে আসতে পারে এক সপ্তাহ। কিন্তু মঙ্গলবার বাফুফের পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হলো, ঘরোয়া ফুটবলের বড় প্রতিযোগিতা মাঠে গড়াবে আগের তারিখেই।

পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে আগামী ৩ ফেব্রুয়ারি। তবে লিগের সূচিতে বদল না এলেও ভেন্যু আগের চেয়ে বেড়েছে। আগে ছিল ৬টি ভেন্যু। এখন নতুন করে যোগ হয়েছে একটি।

এবারের লিগ হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, রাজশাহীর শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে।

এর মধ্যে ঐতিহ্যবাহী আবাহনী হোম ভেন্যু করেছে সিলেটকে। বসুন্ধরা এবার নিজেদের মাঠে খেলবে। বাকিদলগুলোর ভেন্যু সম্পর্কিত ঘোষণা আগামী সভাতে আসবে বলে লিগ কমিটির সভা শেষে জানানো হয়েছে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘ঢাকার বাইরে ছয়টি ভেন্যুর সঙ্গে এবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স থাকছে। বাফুফের একটি প্রতিনিধি দল গিয়ে মাঠ, যাতায়াত ব্যবস্থা, প্রেস বক্স, গ্যালারিসহ যাবতীয় সবকিছু দেখেছে। কিছু কাজ বাকি রয়েছে, যেটা এই মাসের শেষ নাগাদ সম্পন্ন হবে।’

কুমিল্লাকে ভেন্যু হিসেবে ঘোষণা করা হলেও এখানে লিগের খেলা হবে দ্বিতীয় রাউন্ড থেকে। এছাড়া এবার লিগের দলগুলোকে নিয়ে অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।