মুম্বাইয়ে তপুর সফল অস্ত্রোপচার

স্বাধীনতা কাপে পুলিশ এফসির বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান দেশের অন্যতম সেরা ডিফেন্ডার তপু বর্মণ। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারতের মুম্বাইয়ে ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে তাকে। আজই (সোমবার) কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে অর্থোপেডিক সার্জন ডাঃ দিনশো পার্দিওয়ালার অধীনে সফল অস্ত্রোপচার হয়েছে তপুর।

সপ্তাহখানেক সেখানেই থাকতে হবে। তারপর ফিরতে পারবেন দেশে। তবে দেশে ফিরে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে তপুকে। অন্তত ৭ থেকে ৮ মাস মাঠের বাইরে থাকতে হবে। যদিও হতাশ হচ্ছেন না। বরং দ্রুত মাঠে ফেরার সংকল্প জাতীয় দলের এই ডিফেন্ডারের।

লিগামেন্টের সফল অস্ত্রোপচারের পর মুম্বাই থেকে তপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজই অপারেশন হয়েছে। ডাক্তার বলেছে, সপ্তাখানেক সেখানে (মুম্বাই) থাকতে। পর্যবেক্ষণ করবেন। তারপর দেশে ফিরতে পারবো। এখন যে অবস্থা তাতে করে ৭ থেকে ৮ মাস খেলতে পারবো না। এখন কিছু তো করার নেই।’

এই সময়ে বসুন্ধরা কিংসের হয়ে প্রিমিয়ার লিগ ও এএফসি কাপ খেলা হবে না তপুর। এছাড়া জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ ছাড়াও এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে দূরে থাকতে হবে এই ডিফেন্ডারকে।