লাল কার্ড থেকে রক্ষা: আলিসন বলছেন ফুটবল ইতিহাসে প্রথম!

বিশ্বকাপ বাছাইয়ে দু’বার লাল কার্ড দেখেছেন ব্রাজিল গোলকিপার আলিসন। কিন্তু ভাগ্য ভালো যে, ভিএআরে রেফারির সিদ্ধান্ত বাতিল হয়েছে প্রতিটি বার। ইকুয়েডরের সঙ্গে ব্রাজিলের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটির ভাগ্য নাহলে ভিন্ন হলেও হতে পারতো। তাই ম্যাচের পর এই প্রযুক্তির প্রশংসা করেছেন ব্রাজিল গোলকিপার।

প্রযুক্তির প্রশংসা করারই কথা আলিসনের। ২৫ মিনিটে বাজে ট্যাকলের জন্য প্রথম লাল কার্ডটি দেখেছিলেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আরেকটি পান ইকুয়েডরের এদুয়ার প্রেসিয়াদোকে ঠেলা মারলে। তবে দুটি ক্ষেত্রে রেফারি সহায়তা নেন ভিএআরের। বদলে ফেলেন সিদ্ধান্ত। লিভারপুল গোলকিপার আলিসনের মতে ফুটবল ইতিহাসে এমন ঘটনা ঘটেছে প্রথমবার, ‘আমার মনে হয় ফুটবল ইতিহাসে প্রথমবার এমন ঘটলো।’

ওই মুহূর্ত গুলোর যথার্থতা উল্লেখ করে ব্রাজিল গোলকিপার বলেছেন, ‘আমার মনে হয় ওই সময় পরিস্থিতির চাহিদা মিটিয়ে তৎপর থাকতে পেরেছি। আমার দলও তাতে সহায়তা করেছে। ওরা নিজেদের অভিযোগ রেফারির কাছে দ্রুতই জানাচ্ছিল। তাতে এটাই প্রমাণিত হয়, ফুটবলে ভিএআর কতটা গুরুত্বপূর্ণ।’

আলিসন মনে করেন ভিএআর ছিল বলেই ব্রাজিলের প্রতি অন্যায় হয়নি কোনও, ‘ভিএআর নিয়ে আমি দারুণ আনন্দিত। এটা না থাকলে অন্যায়ভাবে আমরা শাস্তির শিকার হতাম।’ তাই ম্যাচের ফল ১-১ ড্র হওয়াটাকে যথার্থ মনে করেন তিনি, ‘আমার মনে হয় ড্রই ম্যাচের ন্যায্য ফল। কারণ দুই দলের কেউ সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি, যাতে মনে হবে যে এটা ন্যায্য নয়।’