মালদ্বীপ কোচ ঢাকায় আসতে পারছেন না

গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে হেরেছিল বাংলাদেশ। স্বাগতিক দলের কোচ ছিলেন আলী সুজেইন। ৫২ বছর বয়সী সেই কোচের আজ (শনিবার) থেকে ঢাকায় শুরু হওয়া এএফসি প্রো লাইসেন্স কোর্সের ব্যবহারিক ক্লাসে থাকার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পজিটিভ হওয়াতে আর আসতে পারেননি। মালদ্বীপ থেকে দুই সহকর্মী মোহামেদ নিজাম ও ইসমাইল আসতে পারলেও সুজেইন এখন ‘ঘরবন্দি’।

ঢাকায় এই প্রথমবারের মতো এএফসি প্রো লাইসেন্স কোর্সে ১১ বিদেশি নিয়ে মোট ২৩ জন কোচ অংশ নিচ্ছেন। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি ইস্ট্রাকটর হিসেবে আছেন। এমন আয়োজনে নিজেদের যে অনেক কিছু শেখার আছে, তা অংশগ্রহণকারী কোচরা ভালোই বুঝতে পারছেন।

পাঁচ দিনব্যাপী এই মডিউলে অংশ নিতে না পেরে আলী সুজেইন বেশ হতাশ। মালদ্বীপ থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক ইচ্ছা ছিল এই কোর্সে থাকবো। শিখবো নতুন করে। কিন্তু গত ২৬ জানুয়ারি করোনা পজিটিভ হওয়াতে তা আর হচ্ছে না। ঢাকায় যেতে পারলাম না। বাফুফেকে বিষয়টি জানিয়েছি।’