ধর্ষণ অভিযোগে গ্রেফতার, গ্রিনউডের পাশে থাকবে না নাইকি

ধর্ষণের অভিযোগ ওঠায় গ্রেফতার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ম্যাসন গ্রিনউড। যার ফল হিসেবে তাকে আপাতত দলে ভিড়তে দিচ্ছে না ইংলিশ জায়ান্টরা। বিতর্কিত এই পরিস্থিতিতে এবার সম্পর্ক ছিন্ন করেছে তার স্পন্সরও। ভাবমূর্তির বিষয় জড়িয়ে থাকায় গ্রিনউডের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান নাইকি।  

ঘটনাটি মূলত উন্মোচন করেছেন গ্রিনউডের বান্ধবী। সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের ছবি, অডিও রেকর্ডিং পোস্ট করেছিলেন। সেসব পোস্টে দেখা গেছে, গ্রিনউডের বান্ধবী আসলে নানা ধরনের নির্যাতনের শিকার। তাতে রয়েছে ঠোঁটের রক্তাক্ত ছবি ও শরীরের নানা আঘাতের চিহ্ন। পরে অবশ্য সেসব সরিয়ে নিয়েছিলেন। কিন্তু ঘটনার তীব্র প্রতিক্রিয়ার পর গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ২০ বছর বয়সী গ্রিনউডকে গ্রেফতারের কথা জানায়। তারা আরও জানায়, তদন্তের জন্য ইংলিশ খেলোয়াড়কে তাদের হেফাজতে রাখা হয়েছে।

ম্যানইউ ক্লাব কর্তৃপক্ষও জানায়, তারা ঘটনাটি অবগত। এই অবস্থায় গ্রিনউ্ড কোনও ধরনের ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না। পাশাপাশি এটাও জানিয়ে দেয়, পুরোপুরি ঘটনার সত্য উদঘাটনের আগ পর্যন্ত তারা আর কোনও মন্তব্য করবে না।

ধারাবাহিকভাবে এসব ঘটনার পরেই নাইকি তাদের প্রতিক্রিয়া জানায় বিবৃতিতে। সেখানে তারা বলেছে, ‘এ ধরনের বিব্রতকর অভিযোগে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এখন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।’