পেনাল্টি মিস করলেন মেসি, এমবাপ্পের গোলে রিয়ালকে হারালো পিএসজি

পার্ক দি প্রিন্সেসে আধিপত্য করলো পিএসজি। নিজেদের দর্শকদের সামনে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে চাপে রেখে শেষ দিকে এসে সফল হলো। দলের বড় তারকা লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে প্যারিসের সেরা দলটি। কিলিয়ানে এমবাপ্পের লক্ষ্যভেদে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে জিতে এগিয়ে থাকলো পিএসজি।

ম্যাচের শুরু থেকে পিএসজি দাপট দেখাতে থাকে। রিয়ালকে করে ফেলে কোনঠাসা। এগিয়েও যেতে পারতো  পচেত্তিনোর দল। ম্যাচ ঘড়ির ৫ মিনিটের সময় এমবাপ্পের পাসে দি মারিয়া আট গজ দূরত্বে থেকে উড়িয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

১৮ মিনিটে এমবাপ্পের দুর্বল শট পা দিয়ে প্রতিহত করেন গোলকিপার  থিবো কোর্তোয়া।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ সেভাবে কমই এসেছে মেসি-মারিয়াদের সামনে।  বিপরীতে করিম বেনজেমা চোট কাটিয়ে ফিরলেও এমন হাইভোল্টেজ ম্যাচে সুবিধা করতে পারেননি।

যে কারণে রিয়াল মাদ্রিদ গোলে সেভাবে কোনও শটই নিতে পারেনি। বিরতির পর চাপ ধরে রেখে ৫০ মিনিটে কোর্তোয়ার আবারও পরীক্ষা নেয় পিএসজি। তবে এমবাপ্পের শট ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন কোর্তোয়া।

৫৪ মিনিটে রিয়ালের টনি ক্রস প্রথম গোলে শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে যায়।

৬১ মিনিটে মেসির পেনান্টি মিস! এমবাপেকে বক্সে বাধা দেন দানি কারভাহাল। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে মেসির দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন কোর্তোয়া।

৭৩ মিনিটে দি মারিয়ার জায়গায় নেইমার মাঠে নামেন। তাতে আক্রমণে তেজ বাড়ে। ব্রাজিলিয়ান তারকাকে ফাউল করলে মেসির নেওয়া ফ্রি কিক হয় লক্ষ্যভ্রষ্ট।

একটু পরই মেসির পাসে এমবাপ্পের শট দূরের পোস্ট দিয়ে যায়। শেষ দিকে এসে রিয়াল চেষ্টা করেছিল। কিন্তু সফল হতে পারেনি। বরং যোগ করা সময়ে পিএসজি কাঙ্ক্ষিত গোলের দেখা পায়।

নেইমারের ব্যাকহিলে থেকে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। কোর্তোয়ার পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়াতেই সমর্থকদের বাধভাঙা উল্লাস।

তাতেই রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারায় পিএসজি। ফিরতি লেগের ম্যাচটি হবে ৯ মার্চ।

অপর দিকে লিসবনে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে স্পোর্তিং লিসবনকে বিধ্বস্ত করেছে ৫-০ গোলে। তাতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো তারা।