রেফারিকে জামালের লাথি: সত্যতা জানতে ফরেনসিক ইনভেস্টিগেশন

মুন্সিগঞ্জে শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ শেষে রেফারিকে লাথি দেওয়ার অভিযোগ এসেছে সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিরুদ্ধে। তবে ভিডিও ফুটেজ ও অন্য তথ্য-উপাত্ত দেখে বিষয়টি বাফুফের ডিসিপ্লিনারি কমিটির কাছে প্রমাণ হয়নি। তাই অধিকতর তদন্তের জন্য বাফুফে ফরেনসিক ইনভেস্টিগেশন করতে যাচ্ছে।

একটি সূত্র বলছে, সহকারী রেফারি জুনায়েদ শরীফের হাফ প্যান্টের নির্দিষ্ট অংশের নমুনা নেওয়া হয়েছে। তা পরখ করে দেখেই বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জামালের বিষয়টি ভিডিওতে প্রমাণিত হয়নি। কিন্তু যেহেতু রেফারিদের রিপোর্টে এসেছে। তাই ফরেনসিক ইনভেস্টিগেশন করতে হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। সেই ফল পাওয়ার পর ডিসিপ্লিনারি কমিটির কাছে আবারও পাঠানো হবে।’

তবে জামালের শাস্তি না হলেও অন্য খেলোয়াড়দের ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে।

গত শনিবার ঘটনাটি ঘটেছে প্রিমিয়ার ফুটবল লিগে। ওই দিন মুন্সিগঞ্জে শেখ রাসেলের কাছে হেরেছে সাইফ স্পোর্টিং। মূলত ‘বিতর্কিত’ এক পেনাল্টিতেই ৩ পয়েন্ট হারিয়েছে ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির দল। পরে মুন্সিগঞ্জের মাঠে ম্যাচ শেষে রেফারিকে ঘিরে ধরেন সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভূঁইয়াসহ দলের অন্যরা। সেখানেই নাকি জটলার মাঝে রেফারিকে লাথি মেরেছেন জামাল!

বাংলাদেশ ও সাইফের অধিনায়ক জামাল অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। বাংলা ট্রিবিউনকে বাংলাদেশ অধিনায়ক আগেই বলেছেন, ‘আমি কেন রেফারিকে লাথি মারতে যাবো? যদি ম্যাচের পর এমনটি করে থাকি, তাহলে তো রেফারি আমাকে লাল কিংবা হলুদ কার্ড দেখাবেন। তা তো দেখাননি। এছাড়া এর কোনও প্রমাণও নেই। ভিডিও ফুটেজ কিংবা ছবিও নেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেন এই অভিযোগ তোলা হচ্ছে আমি বুঝতে পারছি না।’