নতুন বছরে প্রথমবার ব্রাজিল দলে নেইমার

অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন, যে কারণে খেলতে পারেননি ২০২২ সালের প্রথম দুই ম্যাচ। চোট কাটিয়ে এবার নতুন বছরে প্রথমবার ব্রাজিল দলে ফিরলেন নেইমার। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ পর্বের জন্য ঘোষিত তিতের দলে আছেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড।

২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। তার পরও ‍পুরো শক্তির দল নিয়েই সামনের বিশ্বকাপ বাছাইয়ে নামতে যাচ্ছে সেলেসাওরা। এবারের রাউন্ডে ২৪ মার্চ চিলির বিপক্ষে ঘরের মাঠে এবং ২৯ মার্চ বলিভিয়ার মাঠ লা পাজে আতিথ্য নেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে ফিরেছেন নেইমার। পিএসজি ফরোয়ার্ডের সঙ্গে ফিরেছেন এভারটন স্ট্রাইকার রিচার্লিসন। এছাড়া আছে নতুন মুখ আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেলি। অন্যদিকে এক বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলের দরজা খুলেছে জুভেন্টাস মিডফিল্ডার আর্তুরের।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন; ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স তেলেস, গুইহেরমে আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগালহায়েস, মারকিনুস, থিয়গো সিলভা; মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গুইমারেস, আর্তুর, ফাবিনিয়ো, ফ্রেদ, লুকাস পাকিতা, ফিলিপে কৌতিনিয়ো; ফরোয়ার্ড: আন্তোনি, গাব্রিয়েল মার্তিনেলি, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রিচার্লিসন, রোদ্রিগো।