পদত্যাগ করলেন মনজুর কাদের!

nonameশেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ক্লাবের সভাপতি মনজুর কাদের। শনিবার তিনি এই পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে দেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মনজুর কাদের এই সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন। গত বুধবার ক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলনে বাফুফের কাছে তিনি তার ক্লাবের সঙ্গে ‘চুক্তিবদ্ধ’ কিছু খেলোয়াড় ফেরত দেওয়ার আল্টিমেটাম দেন। ফুটবল ফেডারেশন তার দাবি নাকচ করে দেয়। এর পরিপ্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে।
তবে প্রাথমিকভাবে ক্লাব সূত্রে বলা হয়েছে, তিনি পদত্যাগপত্র জমা দেননি। চলমান সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবার চিঠি দিয়েছেন। কিন্তু পরবর্তীতে জানা যায় যে তিনি পদত্যাগ করেছেন। মনজুর কাদেরের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোনও বক্তব্য পাওয়া যায়নি। এই ব্যাপারে ক্লাবের কোনও কর্মকর্তাও মুখ খুলছেন না।
উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে মনজুর কাদেরের সঙ্গে বাফুফের দ্বন্দ্ব চলে আসছিল। এর আগে তিনি বাফুফের জেলা ফুটবল কমিটির প্রধান হিসেবেও পদত্যাগ করেন।

/আরএম/এফআইআর/