মোহামেডান থেকে রহমতগঞ্জে মামুনুল

জাতীয় দলে নেই অনেক দিন। তার পরেও ক্লাব ফুটবলটা চালিয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আবারও দলবদল করলেন জাতীয় দলের সাবেক তারকা মিডফিল্ডার মামুনুল ইসলাম। ৩৩ বছর বয়সী ফুটবলার মোহামেডান থেকে এবার ফিরতি পর্বে নাম লিখিয়েছেন রহমতগঞ্জে। রবিবার পুরান ঢাকার দলটি তাকে বরণ করে নিয়েছে।

এমনিতে প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম পর্বে ভালো অবস্থানে নেই রহমতগঞ্জ। ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। এখন মামুনুলকে দিয়েই তারা ফিরতি পর্বে ভালো করতে চাইছে। এমনিতে দলটিতে আছেন আরেক বর্ষীয়ান ডিফেন্ডার ওয়ালি ফয়সাল। এবার মামুনুলের অন্তর্ভুক্তিতে দলের শক্তি কিছুটা হলেও বেড়েছে।

তবে রহমতগঞ্জের কোচ সৈয়দ গোলাম জিলানি বাংলা ট্রিবিউনকে বলেছেন ফিট হতে পারলেই মামুনুল খেলতে পারবেন, ‘মামুনুল মোহামেডানে চোটের কারণে খেলতে পারেনি। হ্যামস্ট্রিং সমস্যা অনেকটা কেটেছে। এখন ও যদি ফিট হয়ে খেলতে পারে, তাহলে দলের জন্য ভালো হবে। তাই ওকে এখানে সুযোগ করে দেওয়া হয়েছে। আশা করছি, মামুনুল ভালো করবে।’