অনুশীলনে দেরি, জীবনকে ‘সরি’ বলে বিদায় করলেন কোচ

এশিয়ান কাপ ফুটবল বাছাই সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে। প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বসুন্ধরা কিংস অ্যারেনাতে প্রথম দিনের অনুশীলনে শিষ্যদের কড়া বার্তা দিলেন। অনুশীলনে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন দেরি করে আসায় তাকে ‘সরি’ বলে বিদায় করে দিয়েছেন এই স্প্যানিশ কোচ!

আজ (মঙ্গলবার) বগুড়ায় গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসে অনুশীলনে হাজির হন জীবন। কিন্তু স্প্যানিশ কোচ তাকে অনুশীলন করার সুযোগ দেননি।

এ প্রসঙ্গে কাবরেরা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জীবন ঠিক সময়ে রিপোর্ট করেনি। তাকে ছাড়াই আমরা অনুশীলন করবো। আমাদের হাতে একাধিক বিকল্প আছে। আমরা সাজ্জাদ হোসেনকে দলে নিচ্ছি।’

আর ম্যানেজার ইকবাল হোসেন ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘গতকাল (সোমবার) জীবনের রিপোর্ট করার কথা ছিল। তবে তিনি রিপোর্ট করেননি। আজকেও তিনি দেরি করে এসেছেন। ডিসিপ্লিনের ব্যাপারে কোনও ছাড় দিতে রাজি নন কোচ। এ কারণে তাকে ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেননি। আপাতত তাকে ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে।’

তবে জীবনের ক্যারিয়ারে এই ঘটনা আগে কখনও হয়নি। এই স্ট্রাইকার বেশ বিব্রত। বাংলা ট্রিবিউনকে আবাহনী লিমিটেডের এই ফুটবলার বলেছেন, ‘জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে সবসময় ফোন অথবা মেসেজ দেওয়া হয়। সেটা এবার আমি পাইনি। ফলে ক্যাম্প শুরুর বিষয়টা আমি জানি না। ইকবাল ভাই আমাকে ফোন দিয়েছিলেন গতকাল (সোমবার) সন্ধ্যার পর। জানতে চেয়েছিলেন আমি কোথায় আছি। তখন আমি বগুড়ার গ্রামের বাড়িতে। এটা শুনে তড়িঘড়ি করে রওনা দিয়েছি। রাস্তায় যানজট ছিল, তাছাড়া ঝড় হওয়ায় দেরি হয়েছে।’

এরপর তিনি যোগ করেন, ‘ক্যাম্পে আসার পর কোচ আমাকে যোগ দিতে নিষেধ করেন। আমি কোচকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই চলে এসেছি। এরপর বাফুফেতে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে বলা হয়েছে, আমার সঙ্গে নাকি যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে গ্রামের বাড়িতে থাকায় হয়তো তারা আমাকে ফোনে পাননি। কোচ বলেছেন বাফুফের কাছে যা বলার বলতে। ক্যারিয়ারে কখনই এমনটা হয়নি। শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে।’