জাতীয় দলের অনুশীলনে অনুপস্থিত: সোহেল ও জীবনকে শোকজ

এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প। আর এই ক্যাম্প নিয়েই চলছে উত্তেজনা। দুই ফুটবলার নির্দিষ্ট সময়ে উপস্থিত না হওয়ায় তাদের কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। আজকের মধ্যেই এর জবাব দিতে বলা হয়েছে অভিযুক্ত গোলকিপার শহিদুল আলম সোহেল ও স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনকে।

চোটের কারণে গোলকিপার শহিদুল আলম সোহেল চট্টগ্রাম থেকে ক্যাম্পে উপস্থিত হতে আগেই অপারগতা প্রকাশ করেছিলেন। আর নাবীব নেওয়াজ জীবন উপস্থিত হন একদিন পর। যা ভালো চোখে দেখেননি জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তাই কড়া বার্তা দেওয়ার জন্যই তার শাস্তিমূলক পদক্ষেপ।

শেষ পর্যন্ত কাল রাতে দুই ফুটবলারকে শোকজ করা হয়েছে। চট্টগ্রাম থেকে সোহেল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি কারণ দর্শাও নোটিশ পেয়েছি, জবাবও দেবো। তবে আমি তো আগেই টিম ম্যানেজমেন্টকে চোটের কথা জানিয়েছি। ডাক্তার আমাকে বিশ্রামে থাকতে বলেছে। তাই ক্যাম্পে যাইনি।’

জীবন অবশ্য আগেই বলেছেন ‘ভুল বোঝাবুঝির’ কথা। তবে শোকজের উত্তর পাঠিয়েও দিয়েছেন আবাহনী লিমিটেডের এই তারকা। কেন ঠিক সময়ে আসতে পারেননি তা লিখিতভাবে জানিয়েছেন। বল এখন স্প্যানিশ কোচের কোর্টে।