নতুন করে জমি পাচ্ছেন আঁখি খাতুন

বছর কয়েক আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি পেয়েছিলেন জাতীয় নারী দলের নির্ভরযোগ্য ফুটবলার আঁখি খাতুন। কিন্তু নানান জটিলতায় তা বুঝে পাননি। এবার নতুন করে জমি পেতে যাচ্ছেন। আগামীকাল (রবিবার) জেলা প্রশাসনের কাছ থেকে আট শতাংশ বা প্রায় পাঁচ কাঠার ওপর জমি পেতে যাচ্ছেন আঁখি।

আজ (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ে সিরাজগঞ্জের সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে এমন ঘোষণা দেওয়া হয়। সাব-রেজিস্ট্রার সামিউল ইসলাম বলেছেন, ‘আঁখি খাতুন শাহজাদপুরের কৃতি সন্তান। ফুটবল দলের গর্বিত সদস্য। তাকে আট শতাংশ বা প্রায় পাঁচ কাঠার ওপর জমি দেওয়া হচ্ছে, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে।’

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সবাইকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় জায়গা দেওয়া হয়েছিল। জটিলতা দেখা দেয়। পরবর্তীতে নতুন করে দেওয়া হয়েছে। আগামীকাল জেলা প্রশাসন কর্তৃক তার বাবার কাছে জমি হস্তান্তর করা হবে। ধন্যবাদ দিতে চাই সবাইকে। জায়গাটি জলাশয়ের মধ্যে আছে। তা যেন ব্যবহারের উপযোগী করা হয়।’

জাতীয় দলের ডিফেন্ডার আঁখি নতুন করে জমি পেয়ে বেশ খুশি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে এই ফুটবল তারকা বলেছেন, ‘প্রথমে ধন্যবাদ দিতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যিনি আমাকে ভালো পরিবেশে একটি ঘর করার জন্য জায়গা উপহার দিয়েছেন। ৫-৬ বছর পর হলেও পাচ্ছি। প্রধানমন্ত্রীর এই উপহার ভবিষ্যতে আরও ভালো খেলতে অনুপ্রানিত করবে।’