কমলাপুরে ফর্টিসের উৎসব 

গত মৌসুমে দুই পয়েন্টের জন্য প্রিমিয়ার ফুটবল লিগে জায়গা করে নিতে পারেনি ফর্টিস এফসি। এবার দুই ম্যাচ বাকি থাকতেই আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা অনেকটাই নিশ্চিত করেছে দলটি। এখন ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করলেই শীর্ষ লিগে খেলতে আর কোনও বাধা থাকবে না তাদের।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে দুই ম্যাচ হাতে রেখে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়েছে করপোরেট ক্লাবটি। তবে এখনো চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা নিশ্চিত হয়নি দলটির। 

বুধবার (১ জুন) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে কারওয়ান বাজারের বিপক্ষে ফর্টিসের দরকার ছিল ন্যুনতম ড্র, কিন্তু এমন সমীকরণের ম্যাচে ৫-০ ব্যবধানের বড় জয় তুলে নেয় দলটি। হ্যাটট্রিক করেছেন হাসানুজ্জামান। বাকি দুই গোল জিকু ও বোরহানের। জিতেই উতসব করেছে বিজয়ী দলের খেলোয়াড়রা।

আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হবে দুই দলের, আর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নতি হবে দুটি দলের। সেক্ষেত্রে ফর্টিসের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আরও একটি দল প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়ার কথা।

পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে থাকায় বেশ এগিয়ে আছে আজমপুর ফুটবল ক্লাব, উত্তরা। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৬। তৃতীয় স্থানে থাকা নোফেল স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট।

এই প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফর্টিস এফসি এখন ক্লাব লাইসেন্সিং পূরণ করতে পারলেই প্রিমিয়ার লিগে খেলতে পারবে। এছাড়া লিগে খেলবে আরও একটি দল।’