গৌরবের পদ্মা সেতু

স্বপ্ন পূরণের আনন্দ বাফুফে-আবাহনীতেও

স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দীর্ঘতম সেতু উদ্বোধন করেছেন। ২৫ জুনটা অবশ্যই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমন মাহেন্দ্রক্ষণে সারা দেশে আনন্দের ঢেউ বইছে। সেতুর উদ্বোধন উদযাপন করা হচ্ছে নানাভাবে। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশাপাশি দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড কেক কেটে এই আনন্দে সঙ্গী হয়েছে।

বাফুফে ভবনে নারী ফুটবলারদের অংশগ্রহণে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কেক কেটেছেন। আনন্দ উচ্ছ্বাসের মাঝে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার বাইরে ভেন্যু করার সুযোগ বাড়লো। ফুটবল বিকেন্দ্রীকরণ ও প্রসারে এই সেতু বড় ভূমিকা রাখবে।’

নারী ফুটবল কমিটির চেয়ারম্যান ও ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ মনে করছেন, ‘এই সেতু হওয়ার ফলে নারী ফুটবলারদের অনেকেই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’

আবাহনীও কেক কেটে সেতুর উদ্বোধন উদযাপন করেছে। এর আগে আবাহনী লিমিটেড ক্লাব প্রাঙ্গণে খেলোয়াড়-কর্মকর্তারা কেক কেটে সেতুর উদ্বোধন উদযাপন করেন। দলটির ম্যানেজার সত্যজিত দাশ রুপু এ সময় বলেছেন, ‘পদ্মা সেতু দেশের জন্য বড় মাইলফলক। এতে করে দেশের সবাই সুফল পাবে। দেশ আরও এগিয়ে যাবে।’

নারী ফুটবলার সানজিদা আক্তার সেতুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় দেশবাসী গর্বিত। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’