নতুন চুক্তিতে সপ্তাহে প্রায় ৪ কোটি টাকা বেতন সালাহর!

লিভারপুলে মোহামেড সালাহর ভবিষ্যৎ নিয়ে ছিল নানা গুঞ্জন। সেই গুঞ্জনের মাঝে চুক্তিটা শেষ পর্যন্ত নবায়ন করে ফেলেছেন মিশরীয় ফরোয়ার্ড। বিবিসি বলছে, ক্লাবটির ইতিহাসে রেকর্ড পারিশ্রমিকে চুক্তিভুক্ত হয়েছেন তিনি। তিন বছরের চুক্তিতে প্রতি সপ্তাহে বেতন পাবেন সাড়ে তিন লাখ পাউন্ডের বেশি! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটির মতো।

পুরনো চুক্তিতে আর এক বছর বাকি ছিল সালাহর। তার পরেও ইংলিশ ক্লাবটিতে তার থাকা নিয়ে নিশ্চয়তা দিতে পারছিল না কেউ। নতুন চুক্তির পর কোচ ইয়ুর্গেন ক্লপ ভীষণ উচ্ছ্বসিত। তিনি মনে করছেন, ‘এটা শুধু আমাদের জন্য নয়, সালাহর জন্যেও ভালো সিদ্ধান্ত। আমার মনে হয় সে আমাদেরই একজন। এটা তারই ক্লাব।’

রোমা থেকে অ্যানফিল্ডে আসার পর ৫ বছরের সালাহ ২৫৪ ম্যাচে ১৫৬টি গোল করেছেন। সাদিও মানে বায়ার্ন মিউনিখে যাওয়ার পর এই চুক্তি নবায়নের খবরটি রেডদের জন্য অবশ্যই স্বস্তির। 

৩০ বছর বয়সী সালাহ নিজেও বলেছেন, ‘আমার ভীষণ ভালো লাগছে। এখন নতুন নতুন ট্রফি জয়ের জন্য আমি আরও মুখিয়ে থাকবো। মনে হচ্ছে দিনটা সবার জন্যই আনন্দের। এখন সব কিছুর জন্য লড়াই করতে আমরা ভালো একটা স্থানে আছি।’