জামালের নতুন ঠিকানা কোথায়?

সাইফ স্পোর্টিংয়ের হয়ে চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না জামাল ভূঁইয়ার। নতুন ম্যানেজমেন্ট এসেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে তাকে। এখন ইঙ্গিত মিলেছে, ২০১৭ সাল থেকে খেলা ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে জামালের। বাংলাদেশ অধিনায়কের নতুন ঠিকানা হিসেবে শোনা যাচ্ছে শেখ রাসেলের নাম।

এবার সাইফ স্পোর্টিংয়ের জার্সিতে উচ্চ মূল্যে খেলছেন জামাল। বছরে ৬৬ লাখের ওপরে বেতন তার। তবে পারফরম্যান্স আশানুরূপ না হওয়াতে ক্লাব থেকেই চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ কম। যদিও ৩২ বছর বয়সী মিডফিল্ডারকে নিয়ে কেউই সরাসরি কিছু বলতে চাইছেন না।

সাইফের ম্যানেজার শাহেদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখনও আমাদের চার ম্যাচ বাকি আছে। জামালের সঙ্গে নতুন মৌসুম নিয়ে কথা-বার্তা চলছে। এর বেশি কিছু এখনই বলতে পারছি না।’

জামালও নতুন মৌসুম নিয়ে কিছু বলতে চাননি।

সাইফ মূলত তারুণ্যনির্ভর দল। রিয়াদুল হাসান রাফি, ফয়সাল আহমেদ ফাহিম ও সাজ্জাদ হোসেন এবার দারুণ খেলছেন। তাদের ওপরও দৃষ্টি অন্য ক্লাবের। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাব সংশ্লিষ্ট একজন বলেছেন, ‘বড় অঙ্কের পারিশ্রমিক দিয়ে রাফি, সাজ্জাদ ও ফাহিমের দিকে টোপ দিয়েছে অন্যরা। তারা চলেও যেতে পারে।’

ফুটবল মৌসুম শেষ হতে আর বেশি দিন বাকি নেই। তাই সরাসরি কেউই এখন মুখ খুলতে চাইছেন না। তবে সাইফ তারুণ্যনির্ভর দল গড়ে থাকে। এবারও সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে।