রিয়ালের সুপার কাপ জয়ে বেনজেমার কীর্তি

ছয় শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিয়ে মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। একটি ইতিমধ্যে ঘরে তুলেছে মাদ্রিদের অভিজাতরা। উয়েফা সুপার কাপে আইনট্রাখট ফাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে নতুন মৌসুম শুরু করেছে কার্লো আনচেলোত্তির দল।

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল। আর ইউরোপা লিগের চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্ট। মৌসুমের শুরুতে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে উয়েফা সুপার কাপ। ফিনল্যান্ডের হেলসিনকি অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের শক্তি দেখালো রিয়াল। চমৎকার ফুটবলে জার্মান ক্লাবটিকে সুযোগ না দিয়ে জিতে নিয়েছে শিরোপা।

৩৭ মিনিটে ডেভিড আলাবা ও ৬৫ মিনিটে করিম বেনজেমা লক্ষ্যভেদ করে নিশ্চিত করেন রিয়ালের জয়। প্রথমার্ধে ফ্রাঙ্কফুর্ট বেশ ভয়ঙ্কর ছিল, তবে অভিজ্ঞতা ও খেলোয়াড়দের ফুটবলশৈলীতে জয়ের হাসি নিয়ে রিয়াল শুরু করেছে ২০২২-২৩ মৌসুম। তাদের এই সাফল্যের মাঝেই আবার নতুন রেকর্ড গড়েছেন বেনজেমা। জয় নিশ্চিত করা গোলে ফরাসি স্ট্রাইকার গড়েছেন নতুন কীর্তি।

ব্যক্তিগত পারফরম্যান্সে কয়েক মৌসুম ধরেই আলোচনায় অভিজ্ঞ এই স্ট্রাইকার। ‍করে যাচ্ছেন গোলের পর গোল। উয়েফা সুপার কাপে একবার লক্ষ্যভেদ করে রিয়ালের জার্সিতে গোল সংখ্যায় তিনি ছাড়িয়ে গেছেন ক্লাব কিংবদন্তি রাউলকে। বেনজেমার গোল এখন ৩২৪টি, যা রাউলের চেয়ে একটি বেশি। এখন ফরাসি তারকার সামনে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজ রিয়ালের জার্সিতে করেছেন ৪৫০ গোল।

ব্যক্তিগত অর্জনের সঙ্গে আরেকটি দলীয় সাফল্য যোগ হয়েছে বেনজেমার। তাই তার হাতে এখন ব্যালন ডি’অর দেখছেন কোচ আনচেলোত্তি, “এখন সে ব্যালন ডি’অর জয়ের পথে। এখানে কোনও সন্দেহ আছে? আমি বলবো, না।”