রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে যাচ্ছেন কার্লো আনচেলত্তি, আর সাবেক তারকা জাবি আলোনসো বার্নাব্যুতে আসছেন তার উত্তরসূরি হয়ে। এটি এখনও গুঞ্জন হিসেবেই বাতাসে ভাসছে, তবে তা জোরেশোরে। স্বাভাবিকভাবেই মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে আনচেলত্তিকে পেয়ে সাংবাদিকরা সংবাদ সম্মেলনে প্রশ্ন শুরু করলেন জাবিকে নিয়ে। রিয়ালের ইতালিয়ান কোচও উত্তর দিতে কুণ্ঠাবোধ করেননি।
কোচিংয়ে এই বদলের আভাস মিলেছে শুক্রবার সংবাদ সম্মেলনে জাভি বেয়ার লেভারকুসেন ছাড়ার ঘোষণা দেওয়ার পরে।
শনিবার সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন করার পর আনচেলত্তি বললেন, ‘সে বেয়ার লেভারকুসেন যে ছাড়ছে, সেটা আমি পড়েছি। ওখানে সে চমৎকার কাজ করেছে। তার জন্য (রিয়ালের) সব দরজা খোলা কারণ সে প্রমাণ করেছে যে সে বিশ্বের অন্যতম সেরা কোচ।’
রিয়ালের সঙ্গে এখনও আনচেলত্তির চুক্তির এক বছর বাকি। কিন্তু তিনি তার ভবিষ্যতের ব্যাপারে সাফ কথা জানিয়ে দেবেন মৌসুম শেষ হলেই।
আপাতত রিয়াল কোচের চোখ চার পয়েন্টে এগিয়ে থাকা বার্সাকে হারানোর দিকে, ‘আমরা উজ্জীবিত, রোমাঞ্চিত, এই ম্যাচে আমাদের জন্য অনেক কিছু আছে। আমরা বিশ্বাস করি, আমরা পারবো।’
চলতি মৌসুমে তিনবারের দেখায় প্রত্যেকবার বার্সার কাছে হেরেছে রিয়াল। তবে শেষবার কোপা দেল রে ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লড়াই করে ৩-২ গোলে হার মানতে হয়েছে। সেই লড়াই আত্মবিশ্বাসী করে তুলেছে মাদ্রিদ ক্লাবকে।
আনচেলত্তি বললেন, ‘বার্সেলোনার বিপক্ষে শেষ খেলাগুলো ছিল কঠিন। কিন্তু সবশেষ ম্যাচটি আমাদেরকে আত্মবিশ্বাস দিয়েছে যে আমরা কালকের ম্যাচটা জিততে পারি।’