শিরোপা ধরে রাখার মিশনে জয়ে শুরু রিয়ালের

লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। তাই ম্যাচ শুরুর আগে রিয়াল মাদ্রিদকে প্রাপ্য সম্মানটাও দিয়েছে আলমেরিয়া। কিন্তু খেলা গড়ানো শুরু হলে মাঠের খেলায় কোনও ছাড় দেয়নি লা লিগায় প্রমোশন পাওয়া এই দল। শুরুতে রিয়ালের জাল কাঁপিয়ে দিলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে মাদ্রিদের অভিজাতরা।

ম্যাচ শুরুর ৬ মিনিটে রিয়ালকে চমকে দেয় আলমেরিয়া। পাওয়ার হর্স স্টেডিয়ামে নিজেদের মাঠে অসাধারণ এক গোল করেন রামজানি। মাদ্রিদ ডিফেন্স টপকে পাওয়া বল চলে আসে তার কাছে। এক স্পর্শে পরে জাল কাঁপিয়ে দেন বেলজিয়ান ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ জেতা ম্যাচটি থেকে ৫টি পরিবর্তন আনেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। আত্মবিশ্বাস থেকে প্রথমার্ধে স্বাগতিকদের ওপর অনেক চাপও তৈরি করে তার দল। কিন্তু তাদের বার বার হতাশ হতে হয় আলমেরিয়া গোলরক্ষক ফের্নান্ডোর কাছে। বিরতির আগে অবশ্য সমতা ফেরানো গোলও পেয়ে গিয়েছিল তারা। কিন্তু ভেসকেসের গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে পড়ে। তাতে স্বাগতিক আলমেরিয়া লিড ধরে রাখতে পারে বিরতি পর্যন্ত।

তার পর আক্রমণের ধার বাড়ে মূলত ঘণ্টা খানেকের সময়। ভিনিসিয়ুস জুনিয়র ক্ষীপ্র গতিতে দৌড়ে প্রথম চেষ্টায় ব্যর্থ হলে পরের সুযোগে কাছ থেকে লক্ষ্যভেদ করেন ভেসকেস।

আনচেলত্তি ১৫ মিনিট বাকি থাকতে মাঠে নামান আলাবাকে। এর ফলটাও টের পাওয়া যায় সঙ্গে সঙ্গে। বদলি হয়ে নেমে পুরোপুরি প্রভাব রাখেন সাবেক বায়ার্ন মিউনিখ তারকা। ফেরলান্ড মেন্ডির বদলি হয়ে নেমেই ৭৫ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে রিয়ালের স্কোর ২-১ করেছেন।