বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন খেলোয়াড়

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিতে নিতে এ মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে ওই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সেলেসাও কোচ তিতে।

কাতার বিশ্বকাপের বেশি দেরি নেই। ফুটবল মহাযজ্ঞে নামার আগে সেপ্টেম্বরের দুই প্রীতি ম্যাচে শক্তি-দুর্বলতা দেখে নেওয়ার সুযোগ ব্রাজিলের। বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মুহূর্তে এসেও নতুন মুখ পরিচয় করিয়ে দিয়েছেন কোচ তিতে। দলে দুই নতুন মুখ- জুভেন্টাস ডিফেন্ডার গ্লেইসন ব্রেমের ও রোমা ডিফেন্ডার রজার ইবানেস।

তবে বিশ্বকাপের আগে স্কোয়াডে জায়গা হয়নি গাব্রিয়েল জেসুস ও অভিজ্ঞ দানি আলভেসের।

তিতের দলে ইউরোপে খেলা ফুটবলারদের দাপট। প্রিমিয়ার লিগ থেকে ১১ জন ও লা লিগা থেকে ডাক পেয়েছেন ৬ খেলোয়াড়। ব্রাজিলিয়ান লিগ থেকে আছেন কেবল তিনজন- গোলকিপার ওয়েভারতন, মিডফিল্ডার এভারতন রিবেইরো ও ফরোয়ার্ড পেদ্রো।

ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিল ম্যাচ দুটি খেলবে ফ্রান্সে। ২৩ সেপ্টেম্বর খেলবে ঘানার বিপক্ষে, আর তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ ২৭ সেপ্টেম্বর।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন; ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, আলেক্স তেলাস, দানিলো, গ্লেইসন ব্রেমের, এদের মিলিতাও, রজার ইবানেস, মারকিনুস, থিয়াগো সিলভা; মিডফিল্ডার: কাসেমিরো, ফ্রেদ, ফাবিনিয়ো, লুকাস পাকিতা, ব্রুনো গুইমারেস, এভারতন রিবেইরো; ফরোয়ার্ড: নেইমার, রিচার্লিসন, রবের্তো ফিরমিনো, ভিনিসিয়ুস জুনিয়র, আন্তোনি, রাফিনিয়া, মাথেয়াস কুনহা, পেদ্রো।