সালামের জায়গা নিলেন সালাউদ্দিন

২০০৮ সাল থেকে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুস সালাম মুর্শেদী। যিনি আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতিও। এবারই ব্যবসায়িক ও রাজনৈতিক ব্যস্ততার কারণে ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছেড়েছেন। তার জায়গায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই দায়িত্ব নিয়েছেন। আজ (বুধবার) নির্বাহী কমিটির সভাতে আনুষ্ঠানিকভাবে লিগ কমিটির দায়িত্ব অর্পিত হয়েছে সালাউদ্দিনের কাঁধে।

লিগ কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব ছাড়া প্রসঙ্গে সালাম মুর্শেদী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। সভাপতি (কাজী সালাউদ্দিন) এখন থেকে দায়িত্বে আছেন। আমি কমিটিতে না থাকলেও তাকে সর্বাত্মক সহায়তা করবো।’

সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়েছিল, লিগ কমিটি কীভাবে চালাবেন তিনি? জবাবে দেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি কিছু পরিকল্পনার কথা শুনিয়েছেন, ‘পাঁচ সদস্যের পরিকল্পনা কমিটি করা হবে পেশাদার লিগগুলো পরিচালনার জন্য। আমার সঙ্গে কমিটিতে থাকবেন চার সহ-সভাপতি। আরেকটি হবে বাস্তবায়ন কমিটি। যেখানে ১৩ ক্লাব প্রতিনিধিদের সঙ্গে থাকবেন পরিকল্পনার তিনজন। এরাই পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।’

এছাড়া আগামী দুই-তিনের দিনের মধ্যে পেশাদার লিগের পুরো চিত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এই তারকা স্ট্রাইকার। সারা বছরের ক্যালেন্ডারের সামঞ্জস্য রেখে সূচি করা হবে।

নির্বাহী কমিটির সভাতে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। সামনের প্রিমিয়ার লিগে পাঁচজন বিদেশি নিবন্ধনের পাশাপাশি একাদশে চারজন খেলবে। আগে ছিল চারজন রেজিস্ট্রেশন, চারজনই খেলতো।

এলিট একাডেমি দলকে আরও এক বছর চ্যাম্পিয়নশিপ লিগে খেলানো হবে। এরপর প্রিমিয়ারে আনার সিদ্ধান্ত হবে।