বাংলাদেশের জাতীয় নারী ফুটবলের পোস্টার গার্ল সাবিনা খাতুন। আগে থেকেই দেশের বাইরে বিভিন্ন লিগ খেলে আসছেন তিনি। ভারত ও মালদ্বীপে খেলার অভিজ্ঞতা বেশ পুরনো। এবার পাকিস্তান থেকেও খেলার আমন্ত্রণ পেয়েছেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার।
বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে সাবিনা খাতুন নিজেই বলেছেন, ‘নেপালে সাফ চলাকালীন সময়ে পাকিস্তান থেকে খেলার আমন্ত্রণ পেয়েছি। তাদের আমি বলেছি আগে বিস্তারিত জানাতে। তারপর ফেডারেশন চাইলে তখন চূড়ান্ত হবে সবকিছু।’
আমন্ত্রণ পেলেও সাবিনার পাকিস্তান যাওয়া হবে কিনা সেটি নিয়ে সংশয় আছে। কারণ, আবারও মালদ্বীপে যাচ্ছেন তিনি। ৩০ সেপ্টেম্বর মালদ্বীপের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে ঢাকা ছাড়বেন। সাবিনা এ নিয়ে পঞ্চমবারের মতো সেখানে খেলবেন। মালদ্বীপেও নিয়মিত গোল করে আলোচনায় থাকেন বাংলাদেশ অধিনায়ক।