ছুটিতে যাচ্ছেন সানজিদা-কৃষ্ণারা

নেপালের কাঠমান্ডুতে ইতিহাস গড়ে দেশে ফিরেছে সাবিনা-কৃষ্ণারা। দেশে ফিরে সেভাবে ফুরসত মিলছে সামান্য। তাদের ঘিরে চলছে নানা আয়োজন। বাফুফে ভবন তাদের ঢাকার ঠিকানা হলেও গ্রামের বাড়ি টানছে। শিকড়ে ফেরার জন্য উদগ্রীব সবাই। তাই আগামী ২৮ সেপ্টম্বর থেকে তিন সপ্তাহের জন্য ছুটিতে যাচ্ছেন সাফজয়ী ফুটবলাররা।

এর আগ পর্যন্ত রিকোভরি সেশন চলবে। দলটির সফল কোচ গোলাম রব্বানী ছোটন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আপাতত মেয়েদের রিকোভরি সেশন চলবে। তারপর তারা দীর্ঘমেয়াদে ছুটিতে যাবে। ১৮ নভেম্বর পর্যন্ত। এরপর আবারও ক্যাম্পে যোগ দেবে তারা।’

উইঙ্গার সানজিদা আক্তার বলেছেন, ‘বাড়িতে কথা হচ্ছে। সবাই যেতে বলছে। অপেক্ষায় আছি আমরা।’

দলটির অধিনায়ক সাবিনা খাতুনের অবশ্য ছুটি নেই। সবাই যখন ছুটিতে থাকবেন, তখন মালদ্বীপের ঘরোয়া ফুটবলে সময় কাটাতে হবে তাকে। আগামী ৩০ সেপ্টেম্বর মালদ্বীপ যাত্রা তার। সেখানকার আর্মি ক্লাবের হয়ে খেলবেন।

ছুটি শেষে ফিরলেও আপাতত মেয়েদের দলের কোনও খেলা নেই।