ব্রাজিলের ৯ নম্বর জার্সিতে রিচার্লিসনের চাওয়া...

বিশ্বকাপের আগে শেষের প্রস্তুতি! প্রীতি ম্যাচ হলেও এখানে আসলে দলের শক্তি-দুর্বলতা বুঝে নেওয়া হয়। ঘানার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি যেমন। কাতারের ফুটবল মহাযজ্ঞে নামার আগে নিজেদের অবস্থা আরও ভালোভাবে বুঝে নেওয়ার মিশনে নেমেছিল সেলেসাওরা। দুর্দান্ত ফুটবলে লাতিন আমেরিকার দেশটি বুঝিয়ে দিয়েছে, ভয়ংকর হয়েই তারা যাচ্ছে কাতার। ঘানাকে ৩-০ গোলে হারিয়ে দেওয়ার পথে সবচেয়ে উজ্জ্বলতা ছড়িয়েছেন রিচার্লিসন।

টটেনহামের এই ফরোয়ার্ড পেয়েছেন জোড়া গোল। তাতে বিশ্বকাপে মূল একাদশে থাকার দাবিটা জোরালো ভাবেই দিয়ে রাখলেন তিনি। একাদশের দাবি পারফরম্যান্স দিয়ে দিয়েছেন, তবে সমর্থন-ভালোবাসার দাবিটা মুখেই বলেছেন এই তরুণ ফরোয়ার্ড। ব্রাজিলের ৯ নম্বর জার্সি পরে মাঠে নেমে পেয়েছেন ২ গোল। তাই সমর্থকদের কাছে তার চাওয়া, তারা যেন ৯ নম্বর জার্সির রিচার্লিসনের ওপর বিশ্বাস আছে।

ফ্রান্সে লে হার্ভিতে ব্রাজিলের গোলের শুরুটা করেন মারকিনুস। নবম মিনিটে এই ডিফেন্ডার হেড থেকে লক্ষ্যভেদ করার পর জাল খুঁজে নেন রিচার্লিসন। ৩৮ মিনিটে প্রথম গোলের পর বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন টটেনহাম ফরোয়ার্ড।

শুধু এই ম্যাচে নয়, ব্রাজিলের ৯ নম্বর জার্সি পরে মাঠে নামলেই গোল পাচ্ছেন তিনি। তাই ভক্ত-সমর্থকদের কাছে তার চাওয়া, ‘আশা করছি ব্রাজিলিয়ান ভক্তরা আমার ওপর আরও বিশ্বাস রাখবে, কারণ জাতীয় দলের জার্সিতে আমি বেশি গোল করি। এখন আমি ৯ নম্বর জার্সি পরে খেলছি, এই জার্সি পরে যখন নামি, গোল পাই। এখানে আমি আমার কাজটা করে যাচ্ছি।’

এবারের আন্তর্জাতিক বিরতিতে আরেকটি প্রীতি ম্যাচ আছে ব্রাজিলের। আগামী মঙ্গলবার তিউনিশিার বিপক্ষে প্যারিসে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাদের কাতার বিশ্বকাপের মিশন শুরু হবে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।