বিশ্বকাপ জিততে বাড়তি বোনাস ঘোষণা জার্মানির

২০১৪ বিশ্বকাপ জয়ের পর ভরাডুবি হয়েছিল জার্মানদের। সর্বশেষ বিশ্বকাপে তো প্রথম রাউন্ডই পার হতে পারেনি। কাতারে তাদের প্রেরণা দিতে আগের তুলনায় বাড়তি বোনাস ঘোষণা করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ জিতলে প্রতিটি খেলোয়াড় পাবেন ৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ কোটি ৭৯ হাজার ৯২৫ টাকা।

গত বিশ্বকাপের তুলনায় এবার বোনাসের পরিমাণ বেড়েছে ৫০ হাজার। তার আগের বারের তুলনায়ও পরিমাণটা বেশি। ২০১৪ বিশ্বকাপ জয়ের পর প্রতিটি খেলোয়াড়ের বোনাসের পরিমাণটা ছিল ৩ লাখ ইউরো।

শুধু শিরোপা জয়ই নয়, গ্রুপ পর্ব পার হলেও থাকছে বোনাস। প্রথম পর্ব পার হলে প্রতিটি খেলোয়াড় পাবেন ৫০ হাজার ইউরো বা ৫০ লাখ টাকার কিছু বেশি। শেষ আটে যেতে পারলে ১ লাখ ইউরো বা ১ কোটি টাকার বেশি।

সেমিফাইনালে পৌঁছালে পরিমাণ দাঁড়াবে দেড় লাখ ইউরো আর তৃতীয় স্থান অর্জন করলে দুই লাখ। বাংলাদেশি টাকায় এর পরিমাণ যথাক্রমে প্রায় দেড় কোটি ও দুই কোটি টাকার বেশি।   

মূলত গত বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স ভুলিয়ে নয়্যারদের উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়েছে জার্মানি। তাদের প্রতিপক্ষ স্পেন, কোস্টা রিকা ও জাপান।

টুর্নামেন্ট শুরু হবে আগামী ২০ নভেম্বর এবং জার্মানি তাদের মিশন শুরু করবে ২৩ নভেম্বর। প্রতিপক্ষ জাপান।