জায়ান্টদের শীর্ষে ফেরার রাত

গতকাল রাতটা ছিল বার্সেলোনা ও পিএসজির শীর্ষে ফেরার। লা লিগায় জয়ের পর শীর্ষে ফিরেছে কাতালান জায়ান্ট বার্সা। লিগ ওয়ানেও টেবিলের শীর্ষে উঠেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।

লা লিগাতে গোলের তুবড়ি ছুটে চলেছে রবের্ত লেভানদোভস্কির। মায়োর্কার বিপক্ষে সপ্তম লিগ ম্যাচে করেছেন নবম গোল। তাতে অ্যাওয়ে ম্যাচ ১-০ গোলে জিতে টেবিলের শীর্ষে উঠেছে তারা। ৭ ম্যাচে বার্সার সংগ্রহ ১৯। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের অর্জন ১৮।

বার্সার বিপক্ষে মায়োর্কারও সমতায় ফেরার সুযোগ ছিল। কিন্তু ইয়াওমে কস্তাকে হতাশ করেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। বার্সা গোলকিপার আরও দুটি শট রুখে দিয়ে জাল অক্ষত রাখতে অবদান রাখেন। অবশ্য এই সময়ে লেভানদোভস্কির দ্বিতীয় গোলেরও সুযোগ এসেছিল। কিন্তু তার লব সেভ করেন মায়োর্কা গোলকিপার রাজকোভিচ।    

অপর দিকে লিগ ওয়ানে পিএসজির তিন পয়েন্ট নিশ্চিতে অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। ২৯ মিনিটে মেসির ফ্রি কিক থেকে আসে প্রথম গোল। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে সমতাসূচক গোলটি করে পিএসজিকে শঙ্কায় ফেলে দেন ল্যাবোর্দে। শুরুর একাদশে কিলিয়ান এমবাপ্পে না থাকলেও পরে বদলি হয়েই ঝলক দেখিয়েছেন। ৮৩ মিনিটে নিশ্চিত করেন পিএসজির টানা সপ্তম জয়। ঘণ্টা খানেকের সময় মাঠে নামা এমবাপ্পে গোলটি করেন নর্দি মুকিয়েলের কাট ব্যাক থেকে। 

এই জয়ে ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পিএসজি। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে মার্শেই।