আলভেসকে নিয়ে সমালোচনা

বিশ্বকাপ দল নিয়ে তিতে বলেছেন, ‘সবাইকে সন্তুষ্ট করতে আসিনি’

কাতার বিশ্বকাপে হেক্সা মিশনের জন্য অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। ৩৯ বছর বয়সী ডিফেন্ডার দানি আলভেসকে নিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। রয়েছেন থিয়াগো সিলভা, নেইমার, কাসেমিরো। তবে তিতের দলে জায়গা হয়নি লিভারপুল ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর। ইনজুরি থাকায় শেষ পর্যন্ত ছিটকে গেছেন কুতিনহোও। 

ফিরমিনো সর্বশেষ তিতের দলে ডাক পেয়েছেন সেপ্টেম্বরে। কিন্তু গাব্রিয়েল জেসুস ও গাব্রিয়েল মার্তিনেলির প্রাধান্য থাকায় জায়গা পাননি এবার।

অবশ্য বুড়ো আলভেসকে জায়গা দেওয়ায় টুইটারে সমালোচনাও হচ্ছে। তিতে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দলে আমাদের অন্যতম অধিনায়ক সে। আমি আসলে টুইটারের লোকজনকে খুশি করতে বসিনি। এটাও জানি না ব্রাজিলের শতকরা কতভাগ লোককে তারা প্রতিনিধিত্ব করে। অবশ্যই ভিন্ন মতকে শ্রদ্ধা করি। কিন্তু সবাইকে সন্তুষ্ট করার জন্য আসিনি।’

কাতারে ব্রাজিল বিশ্বকাপ মিশন শুরু করবে ২৪ নভেম্বর। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ সার্বিয়া।

ব্রাজিল দল

গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন ও ওয়েভারটন।

রক্ষণভাগ: মারকুইনহোস, থিয়াগো সিলভা, এদের মিলিতাও, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলেস, দানি আলভেস ও ব্রেমার।

মাঝমাঠ: কাসেমিরো, ফাবিনহো, ফ্রেদ, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা ও এভারটন রিবেইরো।

আক্রমণভাগ: নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রিচার্লিসন, রাফিনহা, গাব্রিয়েল জেসুস, অ্যান্তনি, পেদ্রো ও গাব্রিয়েল মার্তিনেলি।