অনুশীলনে গোল করলেই নেইমার-ভিনিসিয়ুসদের নিয়ে উল্লাস

বিকাল সাড়ে চারটায় ব্রাজিল দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়নরা মাঠে নামলো নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পর। আগের দিনের মধ্য রাতে এসে ২৪ ঘণ্টা যেতে না যেতেই মাঠের অনুশীলনে ঘাম ঝরিয়েছে তিতের দল। ক্লান্তির লেশ মাত্র দেখা যায়নি!

রবিবার হলুদ জার্সিধারীদের অনুশীলনে দেখা যায় বেশ ভিড়। অনুশীলনে প্রায় সবার দৃষ্টি ছিল দলের বড় তারকা নেইমারের দিকে। সবার শেষে অনুশীলনে নেমে পিএসজি তারকা মাঠের দুই কোনেই থেকে গা গরম করে নিয়েছেন।

শুরুতে কোচ তিতে দুভাগে দলকে বিভক্ত করে অনুশীলনের নেতৃত্ব দিয়েছেন।  একভাগে নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়ুসরা। অন্যভাগে দানি আলভেজ-মিলিতাওরা।

অভিজ্ঞ আলভেজ সেট পিস থেকে শট নিচ্ছিলেন আর অন্যরা তা ঠিকঠাক ক্লিয়ার করার চেষ্টায় ছিলেন।  রক্ষণে সবচেয়ে অভিজ্ঞ সেনানী হয়ে দায়িত্বটা হয়তো নিজের কাঁধেই তুলে নিয়েছেন। রক্ষণভাগ যে ঠিকঠাক জমাট রাখতে হবে। আর নেইমারদের দৃষ্টি ছিল লক্ষ্যভেদের করার দিকে। এর আগে ছোট ছোট পাসে খেলে নিজেদের মধ্যে সমন্বয়টা জোরালো করছিলেন।

স্পট কিক থেকে একে একে সবাই গোলে শট নিচ্ছিলেন। সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তা কাজে লাগানোর লক্ষ্য।

অনুশীলনে তাই লক্ষ্যভেদ করতেই সতীর্থদের উল্লাস। বিশেষ করে নেইমার -ভিনিসিয়ুসের জাল স্পর্শ করার পর। অনুশীলন শেষে কমিউনিটি প্রোগ্রামের অংশ হয়ে ফ্যানদের সঙ্গে ছবিও তুলতে দেখা গেল অনেককে।

আর শুরুতে আল অ্যারাবিয়া কমপ্লেক্স এর গ্রান্ড হামাদ স্টেডিয়ামে অন্যতম ফেভারিট দলের অনুশীলন দেখতে মিডিয়া কর্মীদের পাশাপাশি সমর্থকদেরও দেখা গেছে। মাঠে ঢোকার আগে হলুদ জার্সি পরে রোচা থিয়াগো সিলভা তো বলেই ফেললেন, ব্রাজিল এবার টপ ফেভারিট। বিশ্বকাপ জিতবে। নেইমারের ব্রাজিলের নতুন তারকা হবে ফ্রেড। আর্জেন্টিনার সঙ্গে আমাদের বড় বৈরিতা আছে। ওদের বিশ্বতারকা আছে। তবে শেষ পর্যন্ত আমরাই জিতবো।

ব্রাজিল দলের মিডিয়া ম্যানেজার ভিনিসিয়ুস রদ্রিগেজ বাংলাদেশে ব্রাজিল নিয়ে এত ক্রেজ শুনে অবাক হয়েছেন, আমরা বড় দল। আমাদের খেলোয়াড়রা তুরিনে অনুশীলন করে আসছি। আশা করছি ট্রফি জিতবো আমরা।

ব্রাজিলের গ্লোবো স্পোর্তের এক সাংবাদিক তো বলেই ফেললেন, ব্রাজিল ভালো দল। ওরাই চ্যাম্পিয়ন হবে।

এখন ২৪ নভেম্বর হেক্সা মিশনকে সামনে রেখে কাতারে প্রথম ম্যাচের অপেক্ষায় হলুদ জার্সিধারীরা।