যে সমীকরণের সামনে আর্জেন্টিনা

পোল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেও হারতে হয়েছে সৌদি আরবকে। পোল্যান্ডের জয়ে বিপদ বাড়লো আর্জেন্টিনার। শনিবার রাতে মেক্সিকোর বিরুদ্ধে হারলেই পত্রপাঠ বিদায়। এ বারের মতো শেষ মেসিদের বিশ্বকাপ অভিযান।

প্রথম রাউন্ডের পরে গ্রুপ সির শীর্ষে ছিল সৌদি আরব। আর্জেন্টিনাকে হারানোয় তাদের পয়েন্ট ছিল ৩। পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচ ড্র হওয়ায় দুদলেরই পয়েন্ট ছিল ১। শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের শেষে আর্জেন্টিনা।

শনিবার সৌদির বিরুদ্ধে পোল্যান্ড জেতায় তাদের পয়েন্ট হয়ে গিয়েছে ৪। শীর্ষে পৌঁছে গিয়েছেন রবার্ট লেভানডোভস্কিরা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সৌদি আরব। অর্থাৎ, মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনা নামার আগেই দুটো দলের পয়েন্ট ৩ বা তার বেশি। এই পরিস্থিতিতে আর্জেন্টিনাকে জিততেই হবে। তবেই বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকবেন মেসিরা। কোনও কারণে মেসিরা পয়েন্ট নষ্ট করলে তাদের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ অনেক কমে যাবে। আর যদি মেক্সিকোর কাছে তারা হেরে যান তা বলে বিশ্বকাপ থেকেই বাদ।