প্রথমার্ধে ব্রাজিলকে আটকে রাখলো ক্রোয়েশিয়া

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথমার্ধে নেইমার-রিচার্লিসনদের আটকে রেখেছে ক্রোটরা, গোলশূন্য সমতায় বিরতিতে উভয় দল। প্রথম থেকে ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা করে ক্রোয়েশিয়া। খেলার জন্য স্পেস দিচ্ছে না তারা। বলের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে রক্ষণাত্মক মনোভাব ক্রোয়েশিয়ার। ব্রাজিলের কোনও ফুটবলার বল ধরলেই ছেঁকে ফেলছেন তিন-চার জন।

১১ মিনিটে প্রতি আক্রমণে দারুণ এক সুযোগ পায় ক্রোয়েশিয়া। ডান দিক থেকে ক্রস করেছিলেন মদ্রিচ। কিন্তু ক্রসে পা ঠেকাতে পারলেন না পেরিসিচ।

২০ মিনিটে পর দুটি আক্রমণ করে ব্রাজিল। প্রথমে ভিনিসিয়ুস তারপর নেইমার। কিন্তু ক্রোয়েশিয়ার রক্ষণ তা আটকে দেয়।

৪২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সের সামান্য বাইরে ফাউল করা হয়। ফ্রিকিক পায় ব্রাজিল। নেইমারের পাস বিপক্ষ ফুটবলারের গায়ে লেগে হালকা ঘুরে গেলেও জমা পড়ে গোলকিপারের হাতে।